আমদাবাদ: তাঁরা তিনজনই গতবার গুজরাত টাইটান্স (Gujarat Titans) দলে ছিলেন। জেসন রয় (Jason Roy) অবশ্য আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু লকি ফার্গুসন ও রহমনুল্লাহ গুরবাজ গতবারের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।


এবার শিবির বদলে তিনজনই কলকাতা নাইট রাইডার্সে (KKR)। এদিকে রবিবারই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাতের মুখোমুখি কেকেআর। সেই ম্যাচে কি ত্রয়ী 'গুপ্তচর' কেকেআরকে সুবিধা করে দেবে?


ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভরত অরুণের দিকে ধেয়ে এসেছিল এই প্রশ্ন। কেকেআরের বোলিং কোচ বলেছেন, 'গুজরাত টাইটান্সের হয়ে গতবার খেলা তিনজন ক্রিকেটার – রহমনুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন ও জেসন রয় আমাদের দলে রয়েছে। প্রত্যেক ক্রিকেটারই একে অপরের সঙ্গে বা বিরুদ্ধে অনেকদিন ধরে খেলছে। প্রত্যেক দলেরই অনেক তথ্য সকলের কাছে রয়েছে। আইপিএলের সব দলই নিজেদের প্লেয়ারদের পাশাপাশি অন্য দলের ক্রিকেটারদেরও খবর রাখে। তবে হ্যাঁ ওরা থাকায় আমাদের সুবিধাই হবে। আমাদের প্রস্তুতিতে সাহায্য করবে।'


শনিবারই আমদাবাদে নাইট শিবিরে যোগ দিয়েছেন জেসন রয়। ভরত বলেছেন, 'জেসনের এসে যাওয়াটা দুর্দান্ত ব্যাপার। রোমাঞ্চকর ক্রিকেটার। আমাদের দলের শক্তি বাড়বে। আমরা সবাই খুব উত্তেজিত হয়ে রয়েছি।' টস কতটা প্রভাব ফেলবে ম্য়াচে? ভরত বলেছেন, 'আমরা টস নিয়ে খুব একটা ভাবছি না। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা খুব ভাল প্রস্তুতি নিয়েছি। কাল বিকেলের খেলা। তাই টস খুব বড় ফ্যাক্টর হবে না।'


ইডেনে কেকেআরের আগের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে চমক দিয়েছেন সুয়াশ শর্মা। দিল্লির ক্রিকেটারের অভিষেক হয়েছে আগের ম্যাচেই। আর আরসিবি-র প্রবল শক্তিশালী ব্যাটিং লাইন আপকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন সুয়াশ। তুলে নিয়েছিলেন তিন উইকেট। গুজরাতের বিরুদ্ধেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তাঁকে ব্যবহার করতে পারে কেকেআর। নাইটদের বোলিং গুরু বলেছেন, 'সুয়াশকে কয়েকটা ম্যাচে দেখেছিলাম। খুব উত্তেজক ক্রিকেটার। দারুণ প্রতিভাবান। স্বপ্নের অভিষেক হয়েছে। ভিতটা দারুণ তৈরি হয়েছে। সময় বলবে কত তাড়াতাড়ি সব ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে।'


প্রথম দুই ম্যাচে রান পাননি নীতীশ রানা। নেতৃত্বের দায়িত্ব কি চাপ বাড়াচ্ছে? অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন ভরত। বলেছেন, 'নীতীশ তরুণ। ক্রিকেটীয় বুদ্ধি পরিষ্কার। সেই জন্যই ওকে অধিনায়ক করা হয়েছে। আমরা নিশ্চিত যে, ও আমাদের হয়ে ভালই করবে। আমি মনে করি না রান না পাওয়ায় আত্মবিশ্বাসের অভাব হবে। ও ভীষণ আত্মবিশ্বাসী। তাছাড়া সবে দুটো ম্যাচ হয়েছে। এখনই বলে দেওয়া যায় না যে ও রান পাচ্ছে না। আমি নিশ্চিত ও ছন্দ ফিরে পাবে।'


আরও পড়ুন: গুজরাতের বিরুদ্ধে মাঠে নামার আগেই কেকেআরের শক্তি বাড়ল, দলে যোগ দিলেন রয়