কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানের (Paschim Burdwan) কুলটির সাকতোড়িয়ায় বাড়িতে বিস্ফোরণ। উড়ে যায় রান্নাঘরের অ্যাসবেস্টসের ছাউনি। বাড়ির মালিক ও তাঁর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Police)। যদিও বাড়ি মালিকের স্ত্রীর দাবি, পারিবারিক বিবাদের জেরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। গতকাল রাত সোয়া ২ টো নাগাদ বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙে এলাকাবাসীর। দেখা যায়, ঘাসি পরিবারের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির নানা জায়গায় ফাটল ধরেছে। কী ধরনের বিস্ফোরণ খতিয়ে দেখছে কুলটি থানার পুলিশ (Kulti Police Station)।
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের বিস্ফোরণ
মুর্শিদাবাদের বহরমপুরের পাকুড়িয়ার পর এবার পশ্চিম বর্ধমানের কুলটির সাঁকতোড়িয়া। ফের ঘটল বিস্ফোরণ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023 ) আগে এই ঘটনায় এলাকায় আতঙ্ক। যাতে উড়ে গিযেছে রান্নাঘরের অ্যাসবেস্টস ও টিনের চাল । বড় ফাটল ধরেছে দেওয়ালে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্নাঘরের জিনিসপত্র। শনিবার রাত সোয়া ২টো নাগাদ এই ঘটনা ঘটেছে আসানসোল পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের সাঁকতোড়িয়ায়। গৃহকর্তার দাবি, পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তাঁরা। তীব্র শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখেন, উড়ে গিয়েছে রান্নাঘরের চাল। ফাটল ধরেছে দেওয়ালে। শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও।
বিস্ফোরণের খবর পেয়ে আসে সাঁকতোড়িয়া ফাঁড়ি ও কুলটি থানার পুলিশ। ঘিরে দেওয়া হয় এলাকা। গৃহকর্ত্রীর অভিযোগ করেছেন, পারিবারিক বিবাদের জেরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনায় হতাহতের খবর নেই। তদন্তকারীদের অনুমাণ, ঘরের ভিতরেই বিস্ফোরক রাখা ছিল। তা কী ধরনের বিস্ফোরক খতিয়ে দেখা হচ্ছে।
পূর্ব বর্ধমানে বোমা উদ্ধার
অন্যদিকে, পূর্ব বর্ধমানের মেমারির কাশীপুরে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে ২টি তাজা বোমা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিছুটা দূরে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, শুক্রবার খেলার সময়, শিশুদের নজরে আসে নাইলনের ব্যাগে কিছু রাখা আছে। পরে দেখা যায় সেগুলি বোমা। মেমারি থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। শনিবার সকালে দুর্গাপুর থেকে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ।
আরও পড়ুন- অ্যাকাউন্টে কয়েক কোটি! শিক্ষা দফতরের ৭-৮ সরকারি আধিকারিকের খোঁজ পেল CBI