GT vs RR Score Live Updates: স্যামসন, হেটমায়েরের ঝোড়ো ব্যাটিং, গুজরাত-বধ রাজস্থানের

GT vs RR Score Live: আজকে দিনের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। গুজরাত আবারও জিতবে, না রাজস্থান গত মরসুমের হারের বদলা নিতে পারবে, এখন সেটাই দেখার বিষয়। 

ABP Ananda Last Updated: 16 Apr 2023 11:11 PM

প্রেক্ষাপট

 গত বছর রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে নিজেদের প্রথম আইপিএল মরসুমেই খেতাল জিতেছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আবারও এই দুই দল আমদাবাদে আজকে দিনের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে।...More

GT vs RR Live: জয় রাজস্থানের

তিন উইকেটে গুজরাত টাইটানসকে হারিয়ে জয় রাজস্থান রয়্যালসের।