GT vs RR Score Live Updates: স্যামসন, হেটমায়েরের ঝোড়ো ব্যাটিং, গুজরাত-বধ রাজস্থানের
GT vs RR Score Live: আজকে দিনের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। গুজরাত আবারও জিতবে, না রাজস্থান গত মরসুমের হারের বদলা নিতে পারবে, এখন সেটাই দেখার বিষয়।
তিন উইকেটে গুজরাত টাইটানসকে হারিয়ে জয় রাজস্থান রয়্যালসের।
৩২ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট সঞ্জু স্যামসন।
১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১০১ রান তুলল রাজস্থান। ৩৬ বলে ৭৭ রান দরকার জয়ের জন্য।
রশিদের বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রিয়ান পরাগ।
৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান বোর্ডে তুলল রাজস্থান রয়্যালস।
রান তাড়া করতে নেমে দ্রুত ২ উইকেট হারাল রাজস্থান রয়্য়ালস। ফিরলেন বাটলার, জয়সওয়াল
২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান বোর্ডে তুলল গুজরাত টাইটান্স।
১৩ বলে ২৭ রানের ইনিংস খেলে জাম্পার বলে ক্যাচ আউট অভিনব মনোহর।
৪৫ রান করে সন্দীপ শর্মার বলে ফিরলেন শুভমন গিল।
৮ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৭২ রান তুলে নিল গুজরাত টাইটান্স।
গুজরাতের দ্বিতীয় উইকেটের পতন। রান আউট হয়ে ফিরলেন সুদর্শন।
৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৭ রান বোর্ডে তুলে নিল গুজরাত টাইটান্স।
একটি বাউন্ডারি হাঁকিয়েই বোল্টের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ঋদ্ধিমান সাহা।
প্রেক্ষাপট
গত বছর রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে নিজেদের প্রথম আইপিএল মরসুমেই খেতাল জিতেছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আবারও এই দুই দল আমদাবাদে আজকে দিনের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। গুজরাত আবারও জিতবে, না রাজস্থান গত মরসুমের হারের বদলা নিতে পারবে, এখন সেটাই দেখার বিষয়।
বেঙ্কটেশ আইয়ারের শতরান
২০০৮ সালে কলকাতা বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon Macculum)। কেকেআরের জার্সিতে দীর্ঘদিন খেলার পর যিনি নাইটদের কোচের দায়িত্বও সামলেছেন পরবর্তীতে। কিন্তু এর পরবর্তী ১৫ বছরে আর কোনও কেকেআর ব্যাটার আইপিএলে সেঞ্চুরি করতে পারেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। মুম্বই ইন্ডিয়ান্সের (KKR vs MI) বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠ ওয়াংখেড়েতে সেঞ্চুরি হাঁকালেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ম্যাকালাম ৫৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেদিন। এদিন আইয়ার ৪৯ বলে শতরান করলেন।
ঝোড়ো সেঞ্চুরি বেঙ্কটেশের
মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামলেই যেন জ্বলে ওঠেন মধ্যপ্রদেশের এই ব্যাটার। কেকেআরের জার্সিতে আইপিএলে রোহিতের দলের বিরুদ্ধে শেষ ৫৩, অপরাজিত ৫০, ৪৩ ও আজকের ম্য়াচে ১০৪। সেঞ্চুরির পরই মেরিডিথের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন বেঙ্কি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান কেকেআরের বাঁহাতি ওপেনার। চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বেঙ্কটেশ। ৮৩ রানের ইনিংস খেলেছিলেন একটি ম্যাচে। মুম্বইয়ের বিরুদ্ধে বেঙ্কটেশের গড় ৮৩.৩৩। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেঙ্কটেশ। ইনিংসের ১৮ তম ওভারে রিভার্স স্যুইপ মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি। এর আগে অবশ্য এদিন ব্যক্তিগত ১৯ রানের মাথায় স্কুপ মারতে গিয়ে চোট পান। তবে টিমের ফিজিওর তত্ত্বাবধানে দ্রুত সুস্থ হয়ে ফের খেলা চালু কর�
�ন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -