কলকাতা: কেকেআরের বিরুদ্ধে খেলতে তিনি গুজরাত টাইটান্স দলের সঙ্গে এসেছেন কলকাতায়। ইডেনে অনুশীলনে এসে সবার মধ্যমনি হয়ে উঠলেন রশিদ খান। রশিদের জনপ্রিয়তা এই শহরে বরাবরই অনেক ভারতীয় ক্রিকেটারের থেকেও বেশি। আইপিএলে খেলেতে যখনই এসেছেন, তখনই ভালবাসা কুড়িয়েছেন। এবার আরও একবার ইডেনের গ্যালারি থেকে রশিদের জন্য সেলফির আবদার, হাত মেলানোর আবদার এল। আর তখনই হঠাৎ আফগানিস্তানের তারকা ক্রিকেটার বলে উঠলেন, ''আইনের হাত অনেক লম্বা, আমার হাত নয়'', কিন্তু কেন?
ঠিক কী হয়েছিল?
বিকেলে গুজরাত টাইটান্সের অনুশীলন ছিল শুক্রবার। শনিবার বিকেলের ম্যাচ হওয়ায় ২ দলই এদিন আলো থাকতে থাকতেই অনুশীলন সেরে নেয়। কেকেআরের ম্যাচ ইডেনে থাকলে তার আগের দিন স্বাভাবিকভাবেই সমর্থকদের আনাগোনা লেগেই থাকে মাঠে। ক্লাব হাউজের লোয়ার টিয়ারে এদিনও উপস্থিত হয়েছিলেন গুটি কয়েক সমর্থক। এদিন কলকাতার ঐচ্ছিক অনুশীলন ছিল। শার্দুল ছাড়া তেমন পরিচিত মুখের কেউই আসেননি প্র্যাক্টিসে। তাই গুজরাত টাইটান্সের প্লেয়ারদের অনুশীলনের দিকেই ছিল সবার নজর। রশিদ অনুশীলনের ফাঁকেই ড্রেসিংরুমের দিকে আসছিলেন। হঠাৎই লোয়ার টিয়ার থেকে কয়েক জন তরুণ সমর্থকের চিৎকার আফগান ক্রিকেটারকে নিয়ে। সঙ্গে সঙ্গে রশিদের দিকে উড়ে গেল বল, তাতে সই করতে হবে। কিন্তু এতেই ক্ষান্ত না হয়ে একজন তো আবার হাতও মেলাতে চাইছিলেন যেনতেন প্রকারে। রশিদ তখনই মুচকি হেসে বলেন, ''কানুন কা হাত বহত লম্বা, মেরা হাত নেহি''।
ইডেনে নজরে যশ
কিছুদিন আগেই গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য জানিয়েছিলেন যে যশ নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন সেই ম্যাচের পর। তাঁর ওজনও নাকি ৭-৮ কেজি কমে গিয়েছে। এদিন যদিও অনুশীলনে এলেন তিনি। কিছুক্ষণ স্ট্রেচিংয়ের পর হালকা বলও করলেন। কোচ আশিস নেহরা নেটে কাছে গিয়ে কিছুক্ষণ যশের সঙ্গে কথাও বললেন। মাঠের একধারে গুজরাতের অনুশীলন তো আরেকধারে নাইটরা তখন অনুশীলন সারছে। সেখানে যদিও এদিন আসেননি রিঙ্কু। যশ কি একবারও খুঁজছিলেন তাঁকে? রিঙ্কু আগামীকালের ম্য়াচে খেলবেন, কিন্তু যশ হয়ত খেলবেন না।
যদিও এদিন সাংবাদিক বৈঠকে এসে গুজরাত টাইটান্সের উইকেট কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা বলে গেলেন যে, ''যশ এখন মানসিকভাবে সুস্থই আছে। তাঁর শরীর আগে থেকেই খারাপ ছিল। পারফরম্যান্সের জন্য আলাদা করে কিছু প্রভাব পড়েনি। তবে