উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও সৌমিত্র কুমার রায়, কলকাতা : কালিয়াগঞ্জে (Kaligung) পুলিশের গুলিতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগে উত্তপ্ত কলকাতা। বিজেপির যুব মোর্চার রাজভবন অভিযান, ভাঙল পুলিশের (Police) ব্যারিকেড। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি। বিজেপি যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে রাস্তায় বসে বিক্ষোভ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরবঙ্গ (North Bengal) ছাড়িয়ে এবার কালিয়াগঞ্জের আঁচ এসে পড়ল কলকাতায়। শুক্রবার বিকেলে বিজেপির যুব মোর্চার (BJP Yuva Morcha) রাজভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা (Esplanade) চত্বর। রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি এবং কালিগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে রাজভবন (Raj Bhavan) অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা।
বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে শুরু হয় বিজেপির যুব মোর্চা মিছিল। এসএন ব্যানার্জি রোড (SN Banerjee Road) ধরে মিছিল এসে পৌঁছয় ধর্মতলায়। ডোরিনা ক্রসিং (Dorina Crossing) থেকে এগিয়ে রানি রাসমণি রোডে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। এরপরই উত্তেজনা ছড়ায় পুলিশের ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করতে শুরু করেন বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা। একটা সময় ব্যারিকেড ভেঙে ফেলেন তাঁরা। রাস্তায় উল্টে ফেলে দেওয়া হয় পুলিশের ব্যারিকেড। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। ব্যারিকেড ভাঙার পর, কয়েকজন বিজেপির কর্মী-সমর্থক ছুটে যান রাজভবনের দিকে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা এলাকা।
এরপরই রাস্তায় বসে পড়েন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ-সহ বিজেপির নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁর বচসা হয়। পরে, রাজভনের দিকে হাঁটতে শুরু করেন ইন্দ্রনীল খাঁ। এরপরই, তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এদিকে, কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে পথে নামে কংগ্রেসও। হিন্দ সিনেমার সামনে থেকে শুরু হয় মিছিল। ধর্মতলা মোড়ে এসে রাস্তা অবরোধ করে কংগ্রেস। মিনিট পনেরো পর, অবরোধ তুলে নেয় কংগ্রেস। শনিবার, কালিয়াগঞ্জে যাবেন অধীর চৌধুরী। এর আগে, হিন্দ সিনেমার সামনে কংগ্রেস ও বিজেপির মিছিল প্রায় মুখোমুখি চলে আসে, তখন দু-পক্ষের স্লোগানে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
আরও পড়ুন- উত্তর থেকে দক্ষিণ, শনি থেকে জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি, প্রবল হবে রবিতে
আরও পড়ুন - প্রবল গরমে ঘটে যেতে পারে বড় বিপদ ! এড়িয়ে চলতে হবে এই কাজগুলি