কলকাতা: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারাল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে চলেছেন বেন স্টোকস? এক নজরে আইপিএলের সারাদিনের সেরা ৫ খবর।
লখউয়ের দুরন্ত জয়
মুম্বই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৭৮ রান তাড়া করতে শুরুটা দুর্দান্তভাবে করেছিল। পল্টনদের হয়ে দুই তারকা ওপেনার ঈশান কিষাণ ও রোহিত শর্মা ওপেনিংয়ে ৯০ রান যোগ করেন। যশ ঠাকুর ও রবি বিষ্ণোইয়ের সুবাদে মাঝের ওভারগুলিতে দুরন্তভাবে ম্যাচে ফিরে আসে লখনউ। পল্টনদের হয়ে টিম ডেভিড ফের ত্রাতা হয়ে উঠার চেষ্টা করেন বটে। দুরন্ত ৩২ রানের ইনিংসও খেলেন তিনি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মুম্বইকে হারায় লখনউ। শেষ ওভারে মাত্র পাঁচ রান খরচ করে ৫ রানে লখনউকে জয় এনে দেন মহসিন খান।
দেশে ফিরছেন স্টোকস?
এবারের আইপিএল (IPL 2023) নিলামে ১৬.৫ কোটি টাকার বিরাট দামে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে (Ben Stokes) দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে স্টোকস প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। গোটা আইপিএল জুড়েই নিরন্তর চোটের সমস্যায় ভুগেছেন স্টোকস। এবার খবর অনুযায়ী তিনি আইপিএলের গ্রপ পর্ব শেষেই দেশে ফিরতে চলেছেন।
স্টোকস সিএসকের হয়ে প্রথম দুই ম্যাচেই খেলেন। তিনি ওই দুই ম্যাচে যথাক্রমে সাত ও আট করেন এবং একটিমাত্র ওভার বল করে তাতে ১৮ রান খরচ করেন। বিশ্ববন্দিত অলরাউন্ডারের এমন পারফরম্যান্স যে একেবারেই আশানুরূপ নয়, তা বলাই বাহুল্। এবার খবর অনুযায়ী আইপিএলের গ্রুপ পর্ব শেষ হলেই তিনি ইংল্যান্ডে ফিরতে চলেছেন। সিএসকের প্লে-অফে উঠা বা না উঠার ওপর তা দেশে ফেরাটা একেবারেই নির্ভরশীল নয় বলেই জানা যাচ্ছে।
থালাইভার সঙ্গে সাক্ষাৎ
সিএসকের বিরুদ্ধে ম্য়াচ জিতেই প্রিয় অভিনেতার বাড়িতে ঢুঁ। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এক ফ্রেমে ছবি। কেকআরের (Kolkata Knight Riders) ২ তারকা ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও বরুণ চক্রবর্তী (Varun Chakraborty) দেখা করলেন সুপারস্টার রজনীকান্তের (Rajinikanth) সঙ্গে। সেই ছবি কেকেআরের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। রবিবার চেন্নাই ম্য়াচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর। এরপরই ২ নাইট তারকা রজনীকান্তের সঙ্গে দেখা করেন বর্ষীয়াণ অভিনেতার বাড়ি গিয়ে।
এক বছর আগে এক সাক্ষাৎকারে বেঙ্কটেশ আইয়ার বলেছিলেন যে রজনীকান্তের তিনি বিশাল বড় ভক্ত। এক বছর পর সেই প্রিয় অভিনেতার সঙ্গে এবার ছবি তোলার সুযোগ এসে গেল নাইট তারকার সামনে। তামিল সুপারস্টারের হাতে পুস্পস্তবক তুলে দেন ২ নাইট তারকা।
নীতীশের জরিমানা
শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। ধোনিদের ঘরের মাঠে গিয়ে তাঁদেরকে হারিয়ে দিয়েছে নাইট শিবির। প্লে অফের সম্ভাবও বাঁচিয়ে রেখেছে ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি। কিন্তু ম্যাচ জিতেও শাস্তির মুখে পড়তে হল কেকেআর অধিনায়ক নীতিশ রানাকে। স্লো ওভার রেটের জন্য আর্থিক জরিমানা গুনতে হল তাঁকে। উল্লেখ্য, চিপকে সিএসকের বিরুদ্ধে ম্য়াচ খেলতে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর।
এই নিয়ে চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার স্লো ওভার রেটের সমস্যায় পড়তে হল কেকেআরকে। যার জন্য দলের অধিনায়ক রানাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল। দলের বাকি যাঁরা রয়েছেন তাঁদের প্রত্যেকের ম্যাচ ফি-র ২৫ শতাংশ বা ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অর্জুনকে কুকুরের কামড়
আইপিএলের (IPL 2023) প্লে-অফে পৌঁছনোর লক্ষ্যে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সেই ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রা সোমবার বেশ কিছুটা সময় অনুশীলনে ঘাম ঝড়ালেন। এই অনুশীলনেই দুই দলের খেলোয়াড়রা আবার একে অপরের সঙ্গে সাক্ষাতের পর খোশমেজাজে গল্পও করেন। ম্যাচের আগেই মুম্বইয়ের অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) লখনউয়ের যুদ্ধবীর সিংহের সঙ্গে দেখা করে কথা বলতে দেখা যায়।
অর্জুন ও যুদ্ধবীরের সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় লখনউ সুপার জায়ান্টসের তরফে পোস্ট করা হয়। দেখা হতেই দুইজনে একে অপরকে জড়িয়ে ধরেন। এরপরেই যুদ্ধবীর অর্জুনের আঙুলে কী হয়েছে, তা জানতে চান। জবাবে অর্জুন জানান, দুর্ভাগ্যবশত তাঁর আঙুলে একটি কুকুর কামড়ে দিয়েছে।