সন্দীপ সরকার, কলকাতা: ম্যাচের আগে অনেকে বলাবলি করছিলেন, তাঁর আগুনে গতির বিরুদ্ধে পরীক্ষা দিতে হবে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের। গত আইপিএলে তিনি ছিলেন দ্রুততম পেসারদের মধ্যে অন্যতম। ভারতীয় পেসারদের মধ্যে এই মুহূর্তে দ্রুততম তিনি।


তবে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স (KKR vs SRH) পেসার উমরন মালিকের (Umran Malik) অভিজ্ঞতা খুব একটা সুখকর হল না। ১ ওভারে ২৮ রান খরচ করলেন জম্মু ও কাশ্মীরের পেসার!


কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে নিজামের শহর তোলে ২২৮/৪। রান তাড়া করতে নেমে পাল্টা লড়াই চালাচ্ছেন নীতীশ রানা। কেকেআর অধিনায়কই দুঃস্বপ্নের এক ওভার উপহার দিলেন প্রতিপক্ষের স্পিডস্টারকে।


কেকেআর ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। ৫ ওভারের শেষে তখন নাইটদের স্কোর ৩৪/৩। বল করতে এলেন উমরন। তাঁর প্রথম ওভার। পরের ছয় বলে রানা করলেন ৪, ৬, ৪, ৪, ৪ ও ৬। সব মিলিয়ে ২৮ রান ওঠে এক ওভারে!


শুরুটা করেছিলেন উমরনের বাউন্সারে শর্ট ফাইন লেগের ওপর দিয়ে চার মেরে। প্রত্যেক বলেই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকান রানা।


গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান বাকি ছিল কেকেআরের। শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে নাটকীয়ভাবে কেকেআরকে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিংহ। শুক্রবার ইডেনে হায়দরাবাদ শিবিরে পাল্টা লড়াইয়ের বার্তা পৌঁছে দিলেন কেকেআর ক্যাপ্টেন। এক ওভারে ২৮ রান তুলে।


ইডেন বেল বাজালেন লারা


উদ্যোগী হয়েছিলেন সিএবি সভাপতি। বৃহস্পতিবার রাতেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, হাতের কাছে যখন কিংবদন্তি রয়েছেন, তাঁকে দিয়েই ইডেন বেল (Eden Bell) বাজানো হোক। যে খবর বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে।


স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিল কেকেআর। ইডেন বেল বাজানোর জন্য বেছে নেওয়া হল ব্রায়াল চার্লস লারাকে। শুক্রবার সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে লারা ক্লাব হাউসের লোয়ার টিয়ারে গিয়ে বাজালেন ইডেন বেল। সঙ্গে ছিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর, সিএবি সভাপতি স্নেহাশিস, সচিব নরেশ ওঝা ও অন্যান্য সিএবি কর্তারা।                                    



আরও পড়ুন: নকল নারাইন! কেকেআর না ভুল করে ইডেনে নামিয়ে দেয়...