মাদ্রিদ: এখনও পুরোপুরি ফিট নন। তাই বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ২২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী স্প্যানিশ টেনিস তারকা। আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে বার্সেলোনা ওপেন। চলতি বছর অস্ট্রেলিয়ার ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন নাদাল। এরপর থেকে আর প্রতিযোগিতামূলক কোনও টেনিস টুর্নামেন্টে নামেননি নাদাল। ইন্ডিয়ান ওয়েল, মিয়ামি ওপেন ও মন্ট কার্লো কোনও টুর্নামেন্টেই নামেননি তিনি। 


নিজের ইনস্টাগ্রাম পোস্টে নাদাল লিখেছেন, ''বার্সেলোনা ওপেন আমার হৃদয়ের খুব কাছের। এখান থেকেই আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম। আমার ঘরের কোর্ট। কিন্তু আমি এখনও প্রস্তুত নই নিজেকে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখার জন্য। এই পরিস্থিতিতে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম এই টুর্নামেন্ট থেকে।''


২৮ মে থেকে শুরু হতে চলেছে ফ্রেঞ্চ ওপেন। সেই টুর্নামেন্টে নাদাল রেকর্ড ১৪ বার জয় ছিনিয়ে নিয়েছেন। ১১ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্ট। পয়া ফ্রেঞ্চ ওপেনেই নামার জন্য তৈরি হচ্ছেন রাফায়েল নাদাল। 


আইপিএলে হার্দিকের জরিমানা


পাঞ্জাবের বিরুদ্ধে নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার বল করতে না পারায় শাস্তি পেতে হল হার্দিককে। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, '১৩ এপ্রিল মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাত টাইটান্স নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে জরিমানা করা হয়েছে। যেহেতু এ মরসুমে ওঁর দল প্রথমবার আইপিএলের কোড অফ কনডাক্ট ভাঙল, সেই কারণে হার্দিকের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।'


হার্দিক অবশ্য প্রথম নন, এই নিয়ে নাগাড়ে তিন ম্যাচে কোনও না কোনও দলের অধিনায়ককে জরিমানা গুণতে হল। এর আগে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডুপ্লেসিকেও একই কারণে জরিমানা করা হয়েছিল।


শাস্তির মুখে অশ্বিন


চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। টানটান থ্রিলার শেষে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ৩ রানে জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ম্যাচ সেরার পুরস্কারও গিয়েছিল ঝুলিতে। তবে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে জনসমক্ষে মুখ খোলায়, বলা ভাল বিরক্তি প্রকাশ করায় ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা গেল রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Aswin)। আইপিএলের (IPL) কোড অফ কনডাক্ট ভাঙার দায়ে লেভেল ওয়ান দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। আম্পায়ারদের বল-বদলের সিদ্ধান্তে তিনি 'হতবাক' বলে ম্যাচ শেষে মন্তব্য করেছিলেন অশ্বিন, যারই খেসারত হিসেবে ম্যাচ ফি-র ২৫ শতাংশ খোয়াতে হল তাঁকে।