কলকাতা: চার বছরের দীর্ঘ অপেক্ষা পর অবশেষে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে নামছে। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ইডেনে কি 'রাসেল ঝড়' উঠবে না ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠবেন বিরাট কোহলি? কেকেআর কী মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলতে পারবে?
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সাত রানে পরাজিত হয়েছিল কেকেআর (KKR)। অপরদিকে, দাপটের সঙ্গে আট উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে অভিযান শুরু করেছে আরসিবি (RCB)। ঘরের মাঠে দর্শকদের সামনে এতদিন পরে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন সুনীল নারাইন। কিন্তু ছন্দে থাকা বিরাট কোহলিকে কি থামাতে পারবে কেকেআর? কোহলির ব্যাট জ্বলে উঠলে কিন্তু নাইটদের চাপটা বাড়বেই। এই ম্যাচের আগেই আবার মেট্রো রেলওয়ের তরফে শহরবাসীর জন্য সুখবর।
জানিয়ে দেওয়া হল, ইডেনে আইপিএলের ম্যাচ শেষ হওয়ার পর বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেলওয়ে। চলবে স্পেশ্যাল রেক। ইডেনে এবারের আইপিএলে ৭টি ম্যাচ হবে। যার মধ্যে একটি ম্যাচ রয়েছে বিকেলে। ৩.৩০ থেকে সেই ম্যাচটি খেলবে কেকেআর। বাকি ৬ ম্যাচই হবে রাতে। খেলা শুরু হবে সাড়ে সাতটায়। শেষ হবে প্রায় এগারোটা। অত রাতে ম্যাচ শেষ হওয়ার পর বাড়ি ফিরতে সমস্যায় পড়েন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের কথা ভেবেই মেট্রো রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে, ইডেনে ম্যাচের দিন বিশেষ পরিষেবা দেওয়া হবে।
মেট্রোর সময়সূচি
জানানো হয়েছে, এসপ্ল্যানেড মেট্রো থেকে রাত ১২.১৫তে একটি ট্রেন ছাড়বে। সেটি দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১২.৪৮-এ। এসপ্ল্যানেড থেকে রাত ১২.১৫তে আর একটি ট্রেন কবি সুভাষের দিকে রওনা হবে।
কবে খেলা
আজ ৬ এপ্রিল, বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর একে অপরের মুখোমুখি হবে।
কোথায় খেলা
আজকের খেলাটি হবে ইডেন গার্ডেন্স, কলকাতায় আয়োজিত হবে।
কখন শুরু ম্যাচ
এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে।
কোথায় দেখবেন?
স্টার স্পোর্টসে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের ম্যাচটি দেখা যাবে।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের এই ম্যাচটি।
আরও পড়ুন: কেকেআরে সুযোগ পাবেন বাংলার ক্রিকেটার? নাইটদের নেটে অভিমন্যু-সুদীপ