কলকাতা: এবারের আইপিএলে (IPL 2023) পুনর্জন্ম হয়েছে তাঁর। ১৩ ম্যাচে ১৯ উইকেট। কলকাতা নাইট রাইডার্সের (KKR) স্পিন বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। সুনীল নারাইন থাকা সত্ত্বেও।


বরুণ অবশ্য হাহুতাশ করছেন দুটি পরাজয় নিয়ে। একটি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। আরেকটি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শনিবার ইডেনে মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের। তার আগে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বরুণ বলেছেন, 'আমার জন্য মরসুমটা ভাল কেটেছে। তবে দল হিসাবে খারাপ-ভাল দুরকম সময়ই কেটেছে। সব মিলিয়ে আমরা ভাল ক্রিকেট খেলেছি। কয়েকটা খুব হাড্ডাহাড্ডি ম্য়াচ হয়েছে যার ফলাফল যে কোনও দলের দিকেই যেতে পারত। একটা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। অন্যটা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ওই দুই ম্যাচে কয়েকটা জিনিস আরও একটু ভাল করতে পারলে আমরা ১৬ পয়েন্টে থাকতাম।'


লখনউয়ের বিরুদ্ধে ফলাফল যাই হোক না কেন, কেকেআর মাথা উঁচু করে মাঠ ছাড়বে বলেও জানিয়েছেন বরুণ। বলেছেন, 'আজ ফল যাই হোক না কেন, আমরা মাথা উঁচু করেই মরসুম শেষ করব। আমাদের লক্ষ্য ছিল দলের নিউক্লিয়াসটা ঠিক মতো তৈরি করা আর সেই লক্ষ্যে আমরা সফল। আমাদের দলের ভারতীয় ক্রিকেটারেরা দারুণ খেলেছে।'


কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্লে অফ ভাগ্য অঙ্কের এমনই জটিল গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে যে, তার চেয়ে রকেট সায়েন্স বুঝে ফেলাও বুঝি সহজ কাজ!


নিজেদের শেষ ম্যাচে শুধু লখনউ সুপার জায়ান্টসকে (KKR vs LSG) বিরাট ব্যবধানে হারালে হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান জিতলে চলবে না। পাঞ্জাব খুব বড় ব্যবধানে জিতলে হবে না। মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ ম্যাচ হারতে হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে শেষ ম্য়াচ জিতলে চলবে না। অঙ্কের লম্বা তালিকা...


কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit) অবশ্য এত অঙ্ক নিয়ে মাথা ঘামাতে চান না। সাফ বলে দিলেন, 'আমাদের হাতে আর একটা ম্যাচ রয়েছে। এই পরিস্থিতিতে যে কোনও দলই সামনের দিকে তাকাতে চাইবে। আমিও তাই চাইছি। পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছি না। শুধু নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে আর সেদিকেই মনোনিবেশ করছি। ছন্দ বজায় রাখতে চাই।'


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি