KKR vs LSG Live: রিঙ্কুর মরিয়া লড়াইয়ের পরেও রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে পরাস্ত কেকেআর, প্লে অফে লখনউ
KKR vs LSG Live: ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ করল কেকেআর। প্লে অফে লখনউ।
৩৩ বলে অপরাজিত ৬৭ রানের অনবদ্য ইনিংস খেললেন রিঙ্কু সিংহ। তবু শেষরক্ষা হল না। ১৭৫/৭ স্কোরে আটকে গেল কেকেআর। ম্যাচ হারল ১ রানে। প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল কেকেআর।
২৭ বলে হাফসেঞ্চুরি রিঙ্কু সিংহের। ৭ বলে ম্যাচ জিততে ২১ রান চাই কেকেআরের।
৯ বলে ৭ রান করে ফিরলেন আন্দ্রে রাসেল। ১৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২১/৫।
৮ রান করে রবি বিষ্ণোইয়ের বলে ফিরলেন নীতীশ রানা। ২৮ বলে ৪৫ রান করে ক্রুণাল পাণ্ড্যর বলে বোল্ড হয়ে গেলেন জেসন রয়। ১০ ওভারের শেষে কেকেআর ৮২/৩।
২৪ রান করে আউট হয়ে ফিরলেন বেঙ্কটেশ আইয়ার। ৭ ওভারে কেকেআরের স্কোর ৬৯/১
প্লে অফের আশা শেষ। ম্যাচ জয়ের লক্ষ্যে এগােচ্ছে কেকেআর।
প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে কার্যত অসাধ্য সাধন করতে হবে নাইটদের। কারণ, ১৭৭ রান তুলতে হবে ৪৭ বলে! তবে রান রেটের বিচারে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পেরনো সম্ভব হবে কেকেআরের। তবে তার নেপথ্যেও রয়েছে একাধিক শর্ত। যেমন, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে হারতেই হবে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে যদি প্লে অফের দরজা খোলে।
৩০ বলে ৫৮ রান নিকোলাস পুরানের। ২০ ওভারের শেষে লখনউ তুলল ১৭৬/৮।
কুইন্টন ডি'কককে (২৮ রান) ফেরালেন বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে হর্ষিত রানার পরিবর্তে নেমেছেন সুয়াশ শর্মা। ১৫ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১১৯/৫।
২০ বলে ২৬ রান করে ফিরলেন প্রেরক মাঁকড়। ঘাতক বৈভব অরোরা। ২ বল পরে মার্কাস স্টোইনিসকেও (০) ফেরালেন বৈভব। ক্রুণাল পাণ্ড্যকে তুলে নিলেন সুনীল নারাইন। ১০ ওভারের শেষে লখনউ ৭৩/৪।
কর্ণ শর্মাকে মাত্র ৩ রানে ফেরালেন হর্ষিত পটেল। তবে ইনিংসের হাল ধরেছেন প্রেরক মাঁকড় (১৯ বলে ২৬ রান ব্যাটিং) ও কুইন্টন ডি'কক (১৩ বলে ২০ রান ব্যাটিং)। ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৫৪/১।
ভাল শুরু নাইট পেসারদের। ২ ওভারের শেষে লখনউয়ের স্কোর বিনা উইকেটে ৭ রান।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের।
প্রেক্ষাপট
কলকাতা: এক দলের সামনে আজ মরণ-বাঁচন ম্যাচ। প্লে অফে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা তৈরি করতেও জিততেই হবে। আর সেটা বিরাট ব্যবধানে। অন্য দল তুলনামূলকভাবে ভাল জায়গায়। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট। তবে প্লে অফ এখনও নিশ্চিত নয়। জিতলে তবেই টিকিট কনফার্ম।
শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)।
পয়েন্ট টেবিলে আপাতত সাত নম্বরে রয়েছে কেকেআর। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। তবে নাইটদের উদ্বেগে রাখছে নেট রান রেট। যাতে বেশ পিছিয়ে কেকেআর।
১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদেরও ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে হারাতেই হবে ক্রুণাল পাণ্ড্যদের। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকা যাবে।
চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিতে কেকেআরের লড়াই তিন দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের কাছে হেরে শুক্রবার প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস।
আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। নেট রান রেট + ০.১৮০। বিরাট কোহলিদের ম্যাচ বাকি গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচে আরসিবিকে বিরাট ব্যবধানে হারতে হবে। তবে কেকেআরের সুবিধা।
পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট রাজস্থানের। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে তারা। রান রেট ০.১৪৮।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মাদের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রবিবার। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারতেই হবে। এবং সেটাও বড় ব্যবধানে। তাহলে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলে নেট রান রেটে এগিয়ে যাবে কেকেআর।
অঙ্ক বলছে, আজ যদি লখনউ সুপার জায়ান্টসকে ১০২ রানে হারাতে পারে কেকেআর, তবে রাজস্থান রয়্যালসকে নেট রান রেটে পিছনে ফেলতে পারবে। আর ১১১ রানে জিতলে তবে আরসিবিকে নেট রান রেটে পেরতে পারবেন নাইটরা।
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন: পয়েন্ট টেবিল দেখছেন না, শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে চান কেকেআর কোচ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -