নয়াদিল্লি: টানা পাঁচ ম্যাচ হেরে আইপিএল মরসুমের শুরুটা দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অনেকটা দুঃস্বপ্নের মতোই করেছিল। সেই দিল্লির বিরুদ্ধেই চরম ব্যর্থ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ব্যাটাররা। মাত্র ১২৭ রানে অল আউট হয়ে গেল কেকেআর। নাইটদের হয়ে নিজের অভিষেক ম্যাচে কার্যত একা লড়াই করলেন জেসন রয় (Jason Roy)। তিনি ৩৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। আন্দ্রে রাসেল (Andre Russell) শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়ে লড়াই করার খানিকটা রসদের জোগান দেন বটে। তিনি ৩৮ রানে অপরাজিত রইলেন।
লিটনের অভিষেক
এদিন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কেকেআর এই ম্যাচে একাদশে চারটি বদল ঘটায়। নাইটদের হয়ে অবশেষে মাঠে নামেন বাংলাদেশ তারকা লিটন দাস। অভিষেক ঘটান জেসন রয়। লিটন প্রথম বলেই চার মেরে নিজের আইপিএল কেরিয়ারের শুরুটা করলেও, ইনিংসের দ্বিতীয় ওভারেই মুকেশ কুমারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। গত ম্যাচে শতরান হাঁকানো বেঙ্কটেশ আইয়ারও সম্পূর্ণ ব্যর্থ। শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে।
পাওয়ার প্লের ছয় ওভার শেষ হতে হতে তিন উইকেট হারিয়ে ফেলে কেকেআর। নাইট অধিনায়ক নীতীশ রানাও চার রানেই সাজঘরে। গোটা ইনিংস জুড়েই দিল্লি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কেকেআর ব্যাটাররা নিজেদের স্বাভাবিক খেলাই খেলতে পারেননি। তবে জেসন রয় স্বাভাবিক ছন্দে না খেললেও, নিজের লড়াই চালিয়ে যান। মূলত তাঁর ইনিংসেই কোনওক্রমে শতরানে দোরগোড়ায় পৌঁছয় কেকেআর। রাসেল তাঁকে দীর্ঘক্ষণ সঙ্গ দেন বটে। সপ্তম উইকেটে দুইজনে মিলে ২৩ রানও যোগ করেন। তবে রাসেলও এদিন ছন্দে ছিলেন না।
লড়াকু রাসেল-রয়
অবশ্য রাসেলও হাল ছাড়েননি। নিজের স্বাভাবিক খেলা ভুলে ইনিংসের সবকয়টি বল খেলার লক্ষ্যেই ছিলেন ক্যারিবিয়ান তারকা। নিজের সেই লক্ষ্যে সফলও হন তিনি। তিনি কোনওরকমে নাইটদের কিছুটা লড়াই করার রসদের জোগান দেন বটে। দলের ব্যাটিং ব্যর্থতা ঢাকতে অনুকূল রায়কে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে নামালেও তিনি প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন। দিল্লির হয়ে মোটামুটি কম বেশি সব বোলাররাই ভালই বল করেন। ইশান্ত শর্মা, আনরিখ নরকিয়া, অক্ষর পটেল ও কুলদীপ যাদব দুইটি করে উইকেট নেন। বাংলার মুকেশ কুমার পান একটি উইকেট।
আরও পড়ুন: অধিনায়ক হিসাবে মাঠে ফিরেই একাধিক অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি