কলকাতা: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG) ম্যাচে মোহনবাগানপ্রেমীদের মাঠে এসে ক্রুণাল পাণ্ড্যদের সমর্থন করার ডাক দিয়েছিলেন এলএসজি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নেমেছিলেন ক্রুণাল-মার্কাস স্টোইনিসরা।


কিন্তু সেই ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে ঢোকার সময় মোহনবাগান সমর্থকদের বাধা দেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এমনকী, মোহনবাগান সুপার জায়ান্ট কর্তা দেবাশিস দত্ত এ নিয়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি পর্যন্ত দেন। যদিও সমস্ত অভিযোগ খারিজ করল কেকেআর। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ইডেন জনতা তাঁদের গর্ব। ক্রিকেটপ্রেমীদের মাঠে ঢোকার সময় আটকানোর কোনও প্রশ্নই নেই। যা খবর বেরিয়েছে, সবটাই ভুয়ো।


কেকেআর বিবৃতি দিয়ে জানিয়েছে, নাইট ম্যানেজমেন্ট সমর্থকদের মাঠে ঢুকতে দেয়নি বলে যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন। বিবৃতিতে লেখা হয়েছে, '২০ মে কেকেআর বনাম এলএসজি ম্যাচে দর্শকদের মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে যে খবর চারদিকে ছড়িয়েছে, তা ভুল। তথ্যের খাতিরে জানিয়ে রাখা যাক যে, স্টেডিয়ামে ভিড় সামলানোর দায়িত্ব কেকেআর কর্তৃপক্ষের হাতে নেই। আমরা জানতে পেরেছি আইপিএলের নিয়ম অনুযায়ী অ্যাম্বুশ মার্কেটিং ক্ষতিগ্রস্ত হয়, এরকম কোনও ঘটনা ঘটা থেকে আটকেছিল আইপিএলের অ্যান্টি-অ্যাম্বুশ মার্কেটিং টিম।'




সঙ্গে সমর্থকদের কাছে কৃতজ্ঞতাও জানিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। বিবৃতিতে লেখা হয়েছে, 'কলকাতায় ভক্তদের সঙ্গে দলের দারুণ সম্পর্ক আর ইডেন গার্ডেন্সে ম্যাচ থাকলেই যে কানায় কানায় স্টেডিয়াম ভরে যায়, তার জন্য আমরা কৃতজ্ঞ। সবচেয়ে বেশি সমর্থন পাওয়া দলগুলির মধ্যে অন্যতম কেকেআর। সমর্থকদের কোনওদিন আমরা অসম্মান করব না।'


অভিযোগ উঠেছিল, সবুজ-মেরুন জার্সি পরে মাঠে ঢোকার সময় বাধাপ্রাপ্ত হন মোহনবাগানপ্রেমী প্রচুর সমর্থক। যাঁরা লখনউ সুপার জায়ান্টসকে সমর্থন করতে মাঠে এসেছিলেন। অভিযোগ, সবুজ-মেরুন জার্সি খুলে কেকেআর জার্সি পরতে নাকি বাধ্য করা হয় তাঁদের। তারপর মেলে মাঠে ঢোকার অনুমতি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে কেকেআর। স্পষ্ট করে দিয়েছে নিজেদের অবস্থানও।                                                                                                    


আরও পড়ুন: নৈশালোকে গোলাপি বলে জোড়া ফাইনাল ইডেনে, শুরু হচ্ছে মহিলাদের নতুন টুর্নামেন্ট