লখনউ: আজ আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে। প্লে অফের দৌড়ে রয়েছে ২ টো দলই। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১২ ম্যাচে খেলেছে মুম্বই। তার মধ্যে ৭ ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে। ৫ ম্যাচে হারতে হয়েছে রোহতি বাহিনীকে। ঝুলিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে মুম্বই। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টস এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তারা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। ৬টি জয় ও পাঁচটি ম্যাচে হারতে হয়েছে ক্রুণাল পাণ্ড্যর দলকে। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। 


আজকের ম্যাচ


আজ আইপিএলে লখনউ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হবে।


কােথায় হবে খেলা?


আজকের খেলাটি হবে লখনউয়ের হোম গ্রাইন্ড একানা স্পোর্টস কমপ্লেক্সে।


কখন দেখবেন খেলা?


আজকের খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে


কোথায় দেখবেন খেলা?


স্টার স্পোর্টসের যে কোনও চ্যানেলে আজকের ম্যাচটি দেখা যাবে।


অনলাইনে দেখা যাবে খেলা?


অনলাইনে এই খেলা দেখা যাবে জিও সিনেমায়।


মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?


এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মাত্র ২ বারই মুখোমুখি হয়েছে লখনউ ও মুম্বই। কারণ গতবছরই আত্মপ্রকাশ করেছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। আর এই দুবারের সাক্ষাতে ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। শেষ ম্যাচটি হয়েছিল গত বছর মুম্বইয়ের হোমগ্রাউন্ড ওয়াংখেড়েতে। সেই ম্যাচে ৩৬ রানে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ। সেই ম্যাচে কে এল রাহুল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যদিও আজকের ম্যাচে রাহুলকে পাবে না লখনউ। চোটের জন্য অনেক আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি এই কর্ণাটকী ব্য়াটার। 


লখনউ তাঁদের ঘরের মাঠে খেলতে নামবে আজ। কিন্তু এই মাঠে তাদের রেকর্ড একদমই লখনউয়ের পক্ষে যাচ্ছে না। ৬ ম্যাচ খেলে মাত্র ২ বার জয় পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। আজকের ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই সেই রেকর্ডবুকে কিছু বদল আনতে চাইবেন ক্রুণালরা।


মুম্বইয়ের সবচেয়ে বড় শক্তি ব্য়াটিং লাইন আপে। সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন। যদিও ক্যাপ্টেন রোহিত শর্মা এখনও সেভাবে বড় রান পাননি। তবে মিডল অর্ডার প্রতিদিনই রান পাচ্ছে। লখনউ শিবিরে কে এল রাহুল বেরিয়ে যাওয়ার পর কুইন্টন ডি কক ঢুকেছেন দলে। তিনি নিজের জাত চিনিয়েছেন এরমধ্যেই। আজকের ম্যাচেও প্রোটিয়া তারকা ব্যাট কথা বলে কি না, তা দেখার।