লখনউ: করোনাকাল কাটিয়ে ফের স্বাভাবিক আবহে খেলা হচ্ছে আইপিএল (IPL 2023)। তিন মরসুম পর ফের হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হচ্ছে আইপিএল। আর টানা এক শহর থেকে আর এক শহরে সফর করে খেলার ধকলের চ্যালেঞ্জ ফের হাজির ক্রিকেটারদের সামনে। আগের দিন মাঝরাত পর্যন্ত ম্যাচ খেলা। পরের দিনই বিমান ধরে অন্য শহরে পাড়ি। হোটেলে চেক ইন করে সামান্য বিশ্রাম নিয়েই টিম মিটিং। জিম বা পুল সেশন। পরের দিনই ফের মাঠে নেমে পড়া।
কেন ঘরের মাঠে পরপর ম্যাচ খেলে নিতে হয়েছে কোহলিদের? কারণ, কর্নাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। যে কারণে পরের দিকে আর ম্যাচ আয়োজনের অনুমতি পাবে না আরসিবি। চিন্নাস্বামীতে যেমন ম্যাচ জিতেছে আরসিবি, তেমনই বরাবরের মতো ব্যাটিং অর্ডারে বিগ থ্রি-র ওপর অতিরিক্ত নির্ভরশীলতে প্রকট হয়ে পড়েছে। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট চললে আরসিবি হিট। তিনজন ফ্লপ করলেও মুখ থুবড়ে পড়বে দলও। রজত পতিদার চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পর আর কোনও বিকল্প তুলে আনতে পারেনি আরসিবি। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছেন দীনেশ কার্তিকও।
লখনউয়ের একানা স্টেডিয়ামের পিচ মন্থর। বল পড়ে চিন্নাস্বামীর মতো দ্রুত গতিতে ব্যাটে আসবে না। যে পিচে পরীক্ষা দিতে হবে আরসিবি ব্যাটিংকে। লখনউ সুপার জায়ান্টস দুদিন আগেই মোহালিতে রেকর্ড গড়ে ম্যাচ জিতে ফিরেছে। আত্মবিশ্বাসে টগবগ করছেন রাহুলরা।
টুর্নামেন্টে দুই দলের প্রথম সাক্ষাতে রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছিল। ফয়সালা হয়েছিল শেষ বলে। এবার এলএসজি-র ঘরের মাঠে ম্যাচ। আরসিবির চিন্তা বাড়াবে ডেভিড উইলির চোট। আগের ম্যাচে পায়ের পাতায় চোট পেয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড। সম্ভবত তিনিই খেলবেন উইলির পরিবর্তে।
অন্যদিকে, মার্কাস স্টোইনিসের বাঁহাতের আঙুলের চোট রয়েছে। তাঁর আঙুলে স্ক্যান করানো হয়েছে। চোট খুব একটা গুরুতর নয়। তবে আরসিবি ম্যাচে নাও খেলতে পারেন তিনি। যা লখনউ শিবিরকে চিন্তায় ফেলবে।
আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক