নয়াদিল্লি: বুধবার বিকেলে আচমকা সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ট্যুইট। হিন্দি ও ইংরেজি মিলিয়ে লেখা। গম্ভীর লিখেছেন, 'অতিরিক্ত চাপ বলে দিল্লি ক্রিকেট ছেড়ে পালিয়েছিল...। ক্রিকেটের স্বার্থে সে তো মাইনে পাওয়া পিআর এজেন্সি পেচে দিতে চাইছে। এইটাই কলিযুগ যেখানে পালিয়ে যাওয়া লোকেরা আদালত বসায়'।


কেন সোশ্যালের দেওয়ালে এরকম ঝড় তুললেন গম্ভীর? কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়কের নিশানাই বা কার দিকে?


জানা গিয়েছে, দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার এক কর্তাকে নিশানা করেছেন গম্ভীর। যিনি সম্প্রতি বিরাট কোহলির সঙ্গে গম্ভীরের বচসায় কোহলির পক্ষ নিয়ে অনেক মন্তব্য করেছেন।


লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচের পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। এখনও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদ নিয়ে চর্চা চলছে। দুজনকে নির্বাসিত করা উচিত বলে এবার মন্তব্য করলেন কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।


 




লিটল মাস্টার বলেছেন, 'ম্যাচটা আমি সরাসরি সম্প্রচার দেখিনি। পরে ভিডিও দেখেছি। শুনলান ওদের একশো শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে। একশো শতাংশ মানে কতটা? কোহলি সম্ভবত বছরে ১৭ কোটি টাকা পায়। খেলে ১৬ ম্যাচ, প্লে অফ ধরে বলছি। দেখা যাবে ম্য়াচ প্রতি এক কোটি টাকা পায়। সেটা জরিমানা করা বিরাট অঙ্ক।'


আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস


পাশাপাশি গাওস্কর বলেছেন, 'এমন কিছু করতে হবে যাতে ওরা এই ধরনের আচরণ আর না করে। আমাদের সময়ও মাঠে মজা হতো। কথাবার্তা হতো। কিন্তু সেটা এই পর্যায়ের নয়। এমন কিছু করতে হবে যাতে দলও ধাক্কা খায়। হয়তো কয়েকটা ম্যাচে বাইরে বসতে হল। তাহলেই এগুলো বন্ধ হবে।' ঘুরিয়ে নির্বাসনের কথাই বলেছেন গাওস্কর।



আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস


সোমবারের আরসিবি-লখনউ ম্যাচের ফলাফলের থেকেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মাঠে ক্রিকেটারদের লড়াই। বিশেষ করে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের বাকবিতণ্ডা। ২২ গজে এই ২ দিল্লির ক্রিকেটারের ঝামেলায় জড়ানাের ঘটনা এর আগেও দেখা গিয়েছে। তবে সেদিনের লড়াই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। এবার সর্বভারতীয় এক সংবাদসূত্র মারফৎ একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঠীক কী বাক্যালাপ হয়েছিল গম্ভীর-কোহলির।