MI vs SRH LIVE Score: গ্রিনের অনবদ্য শতরান, রোহিতের হাফসেঞ্চুরি, সানরাইজার্সকে ৮ উইকেটে সহজেই হারাল মুম্বই
IPL 2023 MI vs SRH LIVE Score: প্লে-অফে পৌঁছতে মুম্বই ইন্ডিয়ান্সকে আজকের ম্যাচ জিততেই হবে।
২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সৌজন্যে ক্যামেরন গ্রিনের ১০০ ও রোহিত শর্মার ৫৬ রান। এই দুই তারকার ব্যাটে ভর করে দুই ওভার বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নিল পল্টনরা। এই জয়ের ফলে প্লে-অফের দৌড়েও টিকে থাকল মুম্বই।
৩১ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৩২/১। বাকি আট ওভারে মুম্বইকে ম্যাচ জিততে ৬৯ রান প্রয়োজন।
২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করল মুম্বই ইন্ডিয়ান্স। ঈশান কিষাণ ১৪ রানে সাজঘরে ফিরলেও, ক্যামেরন গ্রিন ৩৬ রানে ব্যাট করছেন। ছন্দে রয়েছেন রোহিত শর্মাও। তাঁর সংগ্রহ ১৫। পাওয়ার প্লের ৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬০/১।
নির্ধারিত ২০ ওভারে ২০০/৫ তুলল সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিস জর্ডনের করা ২০তম ওভারে উঠল ১৪ রান। অধিনায়ক এডেন মারক্রাম ১৩ রানে অপরাজিত রইলেন।
১৪০ রানের বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপ ভাঙার পর ম্যাচে লড়াইয়ে ফিরেছে মুম্বই। পরপর দুই ওভারে দুরন্ত ছন্দে দেখানো ৮৩ রানে ব্যাট করা ময়ঙ্ক আগরওয়াল এবং গ্লেন ফিলিপ্সকে ফেরাল পল্টন। ভিভ্রান্তের মতোই ময়ঙ্কের উইকেটও আকাশ মাধওয়ালই নেন। ফিলিপ্সকে আউট করেন ক্রিস জর্ডন। ১৮ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১৮০/৩।
অবশেষে ১৪০ রানে ভাঙল সানরাইজার্সের ওপেনিং পার্টনারশিপ। ৬৯ রানে ভিভ্রান্তকে সাজঘরে ফেরত পাঠালেন আকাশ মাধওয়াল। ১৪ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১৪৪/১।
৩৬ বলে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সানরাইজার্সের ওপেনার ভিভ্রান্ত শর্মা। ময়ঙ্ক ৩৫ বলে ব্যাট করছেন। ১০ ওভার শেষে স্কোর বিনা উইকেটে ৯৩।
পাওয়ার প্লে ছয় ওভার শেষে বিনা উইকেটেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল সানরাইজার্স। ভিভ্রান্ত ২৭ ও ময়ঙ্ক ২১ রানে ব্য়াট করছেন। সানরাইজার্সের স্কোর ৫৩।
ওপেনিংয়ে ফিরেই বেশ ছন্দে দেখাচ্ছে ময়ঙ্ক আগরওয়ালকে। বেরেনডর্ফের বিরুদ্ধে পরপর দুই চার মারেন ময়ঙ্ক। ৩ ওভার শেষে সানরাইজার্সের স্কোর বিনা উইকেটে ২২ রান।
সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। সানরাইজার্সের একাদশে সুযোগ পেলেন উমরন মালিক। বাদ পড়লেন রাহুল ত্রিপাঠী।
প্রেক্ষাপট
মুম্বই: ঘরের মাঠে ডু অর ডাই ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)। যারা আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। হারানোর কিছু নেই এইডেন মারক্রামদের। আর তাই প্রতিপক্ষ হিসাবে তাঁরা বিপজ্জনক হয়ে উঠতে পারেন। অন্যদিকে, প্লে অফ এখনও নিশ্চিত নয় মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ ম্যাচে জিততেই হবে রোহিত শর্মাদের। তারপরও রান রেটের জটিল অঙ্ক সামলাতে হতে পারে। পাঁচবারের চ্যাম্পিয়নরা তাই বেশ চাপে।
মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম স্তম্ভ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অবশ্য বলছেন, তাঁরা আর পাঁচটা সাধারণ ম্যাচের মতো করেই সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচকে দেখছেন। ম্যাচের আগের দিন স্কাই বলেছেন, 'আমাদের কাছে এটা আর পাঁচটা ম্যাচের মতোই। আমরা জানি ওয়ামখেড়ে স্টেডিয়ামে শেষ চার-পাঁচটা ম্যাচে কী করেছি। আমাদের শক্তি কী সেটা জানি আর সেই অনুযায়ী খেলব।'
ঘরের মাঠের সমর্থকদের সামনে মরণ-বাঁচন ম্যাচ খেলতে হচ্ছে বলে স্বস্তিতে মুম্বই শিবির। সূর্য বলেছেন, 'ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলা সব সময়ই সুবিধার। সব দলই চায় লিগ পর্বের শেষ ম্যাচ ঘরের মাঠে খেলতে। আমরা প্রচুর সমর্থন পাব।' তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নন সূর্যকুমার। বলেছেন, 'আমরা নিজেদের নিয়ে ভাবছি। কোন কৌশল আমাদের কাজে লাগছে, সেটায় মনোনিবেশ করছি।'
উইকেটের চারধারে শট খেলতে পারেন বলে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। সূর্য অবশ্য বলছেন, 'আমি যে শটই খেলি না কেন, প্রস্তুতি সেরে নিই। হয় নেটে। অথবা মনে মনে। সব সময় ফিল্ডিং অনুযায়ী শট খেলার চেষ্টা করি। আমি বিরাট ছক্কা মারার চেষ্টা করি না। তবে কম ঝুঁকিপূর্ণ আর বেশি লাভবান শট খেলার চেষ্টা করি। আমি মনে করি, যত বেশ সময় ক্রিজে কাটাতে পারব, দলের তত বেশি লাভ হবে। আমি ১৫-২০ মিনিটের বেশি অনুশীলন করি না। জানি কোন জায়গা দিয়ে রান করতে পারি। সেখানেই শট খেলি। তাতে যদি রান না আসে তো ঠিক আছে। আমি আবার প্র্যাক্টিসে সেই শটগুলো ঘষামাজা করি।'
গত ১৮ মাসে তাঁর কেরিয়ারেও চড়াই-উতরাই গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিন ম্যাচে তিন শূন্যর ধাক্কায় কাবু ছিলেন। তবে আইপিএলে ছন্দে ফিরেছেন সূর্য। তাঁর কথায়, 'মাটিতে পা রেখে চলো বা ভারসাম্য বজায় রাখো বলাটা খুব সহজ। বাস্তবে অতটা সহজ নয়। তবে একবার ভারসাম্য পেয়ে গেলে তা খেলায় প্রতিফলিত হয়।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -