MI vs SRH LIVE Score: গ্রিনের অনবদ্য শতরান, রোহিতের হাফসেঞ্চুরি, সানরাইজার্সকে ৮ উইকেটে সহজেই হারাল মুম্বই

IPL 2023 MI vs SRH LIVE Score: প্লে-অফে পৌঁছতে মুম্বই ইন্ডিয়ান্সকে আজকের ম্যাচ জিততেই হবে।

ABP Ananda Last Updated: 21 May 2023 07:34 PM

প্রেক্ষাপট

মুম্বই: ঘরের মাঠে ডু অর ডাই ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)। যারা আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। হারানোর কিছু নেই এইডেন মারক্রামদের। আর...More

MI vs SRH Score Update: দুরন্ত জয়

২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সৌজন্যে ক্যামেরন গ্রিনের ১০০ ও রোহিত শর্মার ৫৬ রান। এই দুই তারকার ব্যাটে ভর করে দুই ওভার বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নিল পল্টনরা। এই জয়ের ফলে প্লে-অফের দৌড়েও টিকে থাকল মুম্বই।