নয়াদিল্লি: অবশেষে এ মরসুমের আইপিএলে (IPL 2023) নিজেদের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মার (Rohit Sharma) ৬১ রানে ভর করে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ছয় উইকেটে হারাল পল্টনরা। রোহিতের পাশাপাশি তিলক বর্মা ৪১ ও ইশান কিষাণ ৩১ রানের ইনিংস খেলে মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আগ্রাসী শুরু
১৭৩ রানের লক্ষ্য খুব বড় না হলেও, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এ মরসুমে তিলক বর্মা বাদে তেমন কোনও ব্য়াটারই বড় রান করতে পারেননি। তাই মুম্বইয়ের সামনে লক্ষ্যটা একেবারেই সহজ ছিল না। অপরদিকে, আনরিখ নোখিয়া, মুকেশ কুমার, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদবদের নিয়ে তৈরি দিল্লির বোলিং আক্রমণ নিজেদের দিনে যে কোনও দলকেই বেগ দিতে সক্ষম। তাই দর্শকরা এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ছিলেন। নতুন বলে দিল্লি বোলাররা খানিকটা হতাশই করেন, বা বলা ভাল মুম্বইয়ের দুই ওপেনার নিজেদের ব্যাটিং দক্ষতায় দিল্লি বোলারদের নতুন বলে দাঁত ফোটানোর জায়গাটুকুও দেয়নি।
রোহিত শর্মা ও ইশান কিষাণ, দুই মুম্বই ব্যাটারই আগ্রাসী ছন্দে ব্য়াট করে পাওয়ার প্লের ছয় ওভারেই বিনা উইকেট হারিয়ে ৬৮ রান তুলে ফেলেন। তবে দুর্ভাগ্যবশত ইশান রান আউট হয়ে ৩১ রানে সাজঘরে ফেরেন। এরপরেই রানের গতিতে ব্রেক কষতে সক্ষম হন দিল্লির বোলাররা। ১৩, ১৪ ও ১৫তম ওভার মিলিয়ে দিল্লি বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ১১ রান খরচ করেন। পাঁচ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫০ রানের, হাতে নয় উইকেট। এমন পরিস্থিতিতে ব্যাটিং দলকেই বিশেষজ্ঞরা সাধারণ ফেভারিট ধরেন।
মোড় ঘোরানো ওভার
১৬তম ওভারে মুকেশ কুমারের প্রথম চার বলে ১৬ রান তুলে মুম্বই জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যায়। কিন্তু এরপরেই নাগাড়ে দুই বলে তিলক (৪১) ও সূর্যকুমার যাদবকে সাজঘরে ফিরিয়ে দিল্লিকে ম্যাচে ফিরিয়ে আনেন বাংলার মুকেশ কুমার। এই নিয়ে শেষ ছয় ইনিংসে সূর্য চতুর্থবার ইনিংসের প্রথম বলেই আউট হন। পরের ওভারেই মুস্তাফিজুরের বলে অভিষেক পোড়েল ডান দিকে ঝাঁপিয়ে রোহিত শর্মার দুর্দান্ত এক ক্যাচ ধরে মুম্বইয়ের চাপ আরও বাড়ান। কিন্তু শেষমেশ দুই অজি তারকা টিম ডেভিড ও গ্রিন পরিপক্কতার পরিচয় দিয়ে ইনিংসের শেষ বলে মুম্বইকে কাঙ্খিত জয় এনে দেন।
আরও পড়ুন: বল হাতে পীযূষ-বেরেনডর্ফের দাপট, ওয়ার্নার-অক্ষরের অর্ধশতরান সত্ত্বেও ১৭২ রানেই অল আউট দিল্লি