মোহালি: আইপিএল (IPL 2023) যেখানে তরুণদের বিশ্বের সামনে নিজেদের মেলে ধরার সুযোগ করে দেয়, তেমনই একাধিক খেলোয়াড়দের প্রত্যাবর্তনের মঞ্চও হয়ে উঠে। বৃহস্পতিবার ঠিক এমনটাই করলেন মোহিত শর্মা (Mohit Sharma)। বছর ৩৪-র ফাস্ট বোলার নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে চোখধাঁধানো পারফরম্য়ান্স করে প্রমাণ করে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি।
২০১৪ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছিলেন মোহিত শর্মা। খেলেছিলেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপও। কিন্তু ধীরে ধীরে কালের গভীরে হারিয়ে যেতে বসেছিলেন তিনি। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র একটি ম্য়াচ খেলে ৪৫ রান খরচ করার পর বিগত দুই মরসুমে মোহিতকে কোনও ফ্র্যাঞ্চাইজিই নিজেদের দলে নেয়নি। তবে গত মরসুমে গুজরাত টাইটান্স (Gujarat Titans) তাঁকে নেট বোলার হিসাবে দলে নেয়। এ মরসুমে আইপিএলের গতবারের চ্যম্পিয়নদের মূল দলেও সুযোগ পেয়ে যান তিনি।
মোহালির পূর্বঅভিজ্ঞতা
বৃহস্পতিবার, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (PBKS vs GT) তিন বছর পর আইপিএলে মাঠে নামেন মোহিত আর প্রত্যাবর্তন ম্যাচেই বাজিমাত। নির্ধারিত চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে দুই উইকেট নেন মোহিত। নির্বাচিত হন ম্যাচ সেরা। ম্যাচ শেষে মোহিত জানান তিনি মোহালিতে খেলার পূর্ব অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন। তিনি বলেন, 'আমি মোহালিতে তিন বছর খেলেছি। আমার মনে হয়েছিল পিচটা একটু মন্থর গতির হলেও হতে পারে। তাই একইরকম বল না করে, বিভিন্ন বিকল্প ব্যবহার করছিলাম। হার্দিক পাশে থাকায় ভালই হয়েছে। ওর সঙ্গে এই নিয়ে কথাবার্তা বলেই সিদ্ধান্ত নিচ্ছিলাম।'
কোচকে ধন্যবাদ
এতদিন পরে প্রত্যাবর্তন ম্যাচে সাফল্যের জন্য দলের পরিবেশ এবং কোচ আশিস নেহরাকে ধন্যবাদ জানান মোহিত। 'আমি আগেভাগেই নিজের ভূমিকা সম্পর্কে অবগত ছিলাম। জানতাম আমায় ইনিংসের দ্বিতীয়ার্ধেই বল করতে হবে। এই সাফল্যের কৃতিত্বটা কোচের প্রাপ্য। দলের পরিবেশটা ভীষণই ভাল এবং আমাদের এখানে সবার ভূমিকা ভিন্ন ও খুবই নির্দিষ্ট।' মত মোহিতের।
আরও পড়ুন: নাইটদের সামনে লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি, কোথায়, কখন দেখবেন কেকেআর-সানরাইজার্স দ্বৈরথ?