মোহালি: বর্তমান বিশ্বের সর্বসেরা ফাস্ট বোলারদের মধ্যে কাগিসো রাবাডার (Kagiso Rabada)  নাম একেবারে উপরের সারিতে আসবে। প্রোটিয়া ফাস্ট বোলার নিজের গতির আগুনে যে কোনও ব্যাটারের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। আইপিএলেও একাধিকবার তিনি বল হাতে নিজের দলকে জিতিয়েছেন। বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে অবশ্য পাঞ্জাব কিংসকে (Punjab Kings) জেতাতে পারেননি রাবাডা। তবে এই ম্যাচেই তিনি এক রেকর্ড গড়ে ফেললেন।


রাবাডার রেকর্ড


ম্যাচের পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহাকে ৩০ রানে সাজঘরে ফেরান রাবাডা। এই উইকেটের সুবাদেই তিনি ম্যাচের নিরিখে দ্রুততম বোলার হিসাবে আইপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। এটি আইপিএলে রাবাডার ৬৪তম ম্যাচ ছিল। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের লাসিথ মালিঙ্গার রেকর্ড ভেঙে ফেললেন। মালিঙ্গা ৭০টি ম্য়াচে ১০০টি আইপিএল উইকেট নিয়েছিলেন। রাবাডা তাঁর থেকে ছয়টি ম্যাচ কম খেলেই এই মাইলফলকে পৌঁছে গেলেন।


রাবাডা মালিঙ্গার পর তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার ও হর্ষল পটেল। উভয়েই দ্রুততম ভারতীয় হিসাবে ৮১টি ম্যাচে ১০০টি আইপিএল উইকেট নিয়েছেন। রশিদ খান, অমিত মিশ্র ও আশিস নেহরা যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন। রশিদরা ৮৩টি ম্য়াচে ১০০টি আইপিএল উইকেট নিয়েছেন। যুজবেন্দ্র চাহাল ৮৪ ম্য়াচে ১০০টি আইপিএল উইকেট নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। 


গুজরাতের জয়


তবে রাবাডার রেকর্ড গড়ার দিনেই পাঞ্জাবকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরল গুজরাত টাইটান্স। রান তাড়া করতে নেমে একপ্রান্ত আগলে রেখে দুরন্ত অর্ধশতরানে গতবারের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করলেন শুভমন গিল (Subhman Gill)। ম্যাচের শেষ ওভারে স্যাম কারানের বলে উইকেট হারানোর আগে ৪৯ বলে ৬৭ রান করেন তিনি। মারেন ৭ টি চার। রান তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা (৩০) সঙ্গে ঝোড়ো শুরু করেছিলেন শুভমান।


৪৮ রানের পার্টনারশিপ শেষে ঋদ্ধি আউট হয়ে ফেরার পর মাঝপথে ব্যাট হাতে পাঞ্জাবের বিরুদ্ধে সাই সুদর্শন (১৯) ও গুজরাত দলনায়ক হার্দিক (৮) ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে দলের ইনিংস টানতে থাকেন পাঞ্জাবের ছেলে শুভমন। চতুর্থ উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে সহজেই গুজরাতের জয় নিশ্চিত করে দেন শুভমন। শেষ ওভারে তিনি আউট হয়ে গেলেও আটকায়নি গুজরাতের জয়। রাহুল তেওয়াতিয়ার হাঁকানো বাউন্ডারির সুবাদে এক বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জেতে গুজরাত। এই ম্যাচে জিতে ৪ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। যদিও রান রেটের ভিত্তিতে এই মুহূর্তে লিগ তালিকায় তিন নম্বরে গুজরাত।


আরও পড়ুন: নারাইন, বরুণদের সামলানোর চ্যালেঞ্জ, সানরাইজার্সের নেটে নিজেই বল হাতে নেমে পড়লেন মুরলি