মুম্বই: আইপিএলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের জন্য সাপলুডোর খেলা চলছেই। আজ কেউ তো কাল অন্য কেউ আগের জনকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছেন। পার্পল ক্যাপের দৌড়ে এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবার ওপরে রয়েছেন মহম্মদ সিরাজ। আরসিবির জার্সিতে খেলা এই তরুণ পেসার ৬ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত মোট ২৪ ওভার বল করেছেন এই ডানহাতি পেসার। এখনও পর্যন্ত একটি ম্যাচে সেরা স্পেল তাঁর ২১ রানের বিনিময়ে ৪ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্ক উড। লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে খেলা এই পেসার ৪ ম্য়াচে ১১ উইকেট ঝুলিতে পুরেছেন। তিনি মোট ১৬ ওভার বল করেছেন। একমাত্র তিনিই এবারের আইপিএলে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ১৪ রানের বিনিময়ে এক ম্যাচে উড ৫ উইকেট নেন। 


তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ভারতের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি ৬ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন। তার সঙ্গে সমসংখ্যক উইকেট পেয়েছেন গুজরাত টাইটান্সের স্পিনার রশিদ খান। তিনি যদিও ৫ ম্যাচ খেলেছেন। তাঁর ফ্র্যাঞ্চাইজি দলের সতীর্থ ও ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি রয়েছেন তালিকায় পঞ্চম স্থানে। তিনি ১০ উইকেট নিয়েছেন ৫ ম্যাচ খেলে এখনও পর্যন্ত। 


পয়েন্ট টেবিলে কে কোথায় দাঁড়িয়ে?


ফের বুড়ো হাড়ে ভেল্কি? ষোড়শ আইপিএলে (IPL 2023) পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসকে ধরে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। শেষ ৫ ম্যাচের মধ্যে চারটি জিতেছে চেন্নাই সুপার কিংস।


শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে সিএসকে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছেন ধোনিরা। ৮ পয়েন্ট তাঁদের ঝুলিতে। তবে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে সিএসকে। নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে। সিএসকে-র নেট রান রেট +০.৩৫৫। 


পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেল রাজস্থান। ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের পয়েন্ট ৮। আগের ম্যাচে হারলেও তাঁদের নেট রান রেট ভাল। +১.০৪৩। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতে সঞ্জু স্যামসনদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লখনউ। ৬ ম্যাচ খেলে কে এল রাহুলদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে একটু পিছিয়ে লখনউ। রাহুলদের নেট রান রেট +০.৭০৯।


চারে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁর দল তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৫ ম্যাচে ৩টি জিতেছেন। হেরেছেন ২টি ম্যাচে। রান রেটে সামান্য পিছিয়ে গুজরাত। + ০.১৯২। শেষ তিন ম্যাচের মধ্যে অবশ্য় দুটিতেই হেরেছে গুজরাত।