মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আজ ৩৬-এ পা দিলেন। আজই আবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে পল্টনরা (MI vs RR)। এই ম্য়াচটি রোহিতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বার্থডে বয় রোহিত দিনকয়েক কয়েক আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবেও এক দশক পূর্ণ করেছেন। তার উপর জন্মদিন। এই কারণেই উপলক্ষ্যে রবিবারের ম্যাচটি দলের অধিনায়ককে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।


রোহিত বন্দনা


নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে ঘোষণা পল্টন কর্তৃপক্ষ। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগেই রোহিত বন্দনায় মুম্বই কোচ মার্ক বাউচার (Mark Boucher)। রোহিতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাউচার বলেন, 'ও দারুণ ব্যাটার। আমি বরাবরই রোহিতের খেলা খুব পছন্দ করি। অল্প কয়েকদিন হলেও,  ওর সঙ্গে ক্রিকেটটা খেলেছি। ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে ওর উন্নতিটা নিজের চোখে দেখেছি। তাই ওর জন্য আমি খুব খুশি। রবিবার রোহিতের জন্মদিনও, তাই স্বাভাবিকভাবেই দিনটা ওর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।' 


তবে গত মরসুমটা রোহিতের কাছে খানিকটা দুঃস্বপ্নের মতোই কেটেছিল। মাত্র ১৯.১৪ গড়ে ২৬৮ রান করেছিলেন তিনি। চলতি মরসুমটাও 'হিটম্যান'-র জন্য খুব একটা ভাল কাটছে না। ধারাবাহিকতার অভাবে ভুগছেন রোহিত। তিনি এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ১৮১ রান করেছেন। অর্ধশতরান করেছেন একমাত্র একটি। তাঁর ব্যাটিং ব্যর্থতার প্রভাব সরাসরিভাবে মুম্বইয়ের পারফরম্যান্সেও পড়ছে। সাতটির মধ্যে তিনটি ম্যাচ জিতে আপাতত লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে রোহিতের দল। টানা তিন ম্যাচ জয়ের পর গত ম্যাচ হেরেছে মুম্বই। তাই প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচটি মুম্বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 


ফর্মেই রোহিত


অবশ্য রোহিতের ফর্ম নিয়ে বাউচার কিন্তু খুব একটা চিন্তুিত নন। বরং বাউচারের দাবি রোহিত নিজের দায়িত্বটা ভালভাবেই পালন করছেন। 'আমার তো মনে হচ্ছে রোহিত ভাল ফর্মেই রয়েছেন। নেটে ও ভাল খেলছে। গত ম্যাচেও তো রান করেছিল। বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করেছে। ওকে আমরা এই মরসুমে শুরু থেকেই আগ্রাসীভাবে ব্যাট করার দায়িত্ব দিয়েছি। ও যদি এভাবেই খেলা চালিয়ে যায়, তাহলে কিন্তু যে কোনও প্রতিপক্ষেরই রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম।' প্রসঙ্গত, চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে না খেললেও, এই ম্যাচের জন্য জোফ্রা আর্চারও সম্পূর্ণ ফিট বলে জানিয়ে দেন বাউচার।


আরও পড়ুন: প্রবলভাবে সমীকরণে ফিরলেন শুভমন, শীর্ষে ডু প্লেসি-ই, ঝলকে কমলা টুপির দৌড়