কলকাতা: আইপিএলে অরেঞ্জ ক্য়াপের দৌড়ে শীর্ষেই এখনও ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। আরও একটা অর্ধশতরান। চলতি আইপিএলে তাঁর আট নম্বর। অরেঞ্জ ক্যাপ (IPL Orange Cap) দখলের লড়াইয়ে বাকিদের থেকে ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নিয়েছিলেন। ৭০০ রানের গণ্ডি টপকে গিয়েছিলেন ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। ১৩ ম্যাচের শেষে ৭০২ রান রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি-র দুরন্ত জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন ফাফ। বিরাট কোহলির ঝোড়ো শতরানের মাঝেও ৪৭ বলে ৭১ রানের ইনিংসে রান তাড়া করার কাজে দলের একপ্রান্ত আগলে রাখেন তিনি। ফাফের গড় চোখ ধাঁধানো ৫৮.৫০।
এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। রাজস্থান টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তবে নিজে ব্য়াট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই বাঁহাতি ওপেনার। ১৪ ম্য়াচে ৬২৫ রান করেছেন তিনি। তিন নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে। তিনি ১৪ ম্যাচে ৫৮৫ রান করেছেন। গুজরাত টাইটান্সের ওপেনার শুভমন গিল রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ১৩ ম্যাচে ৫৭৬ রান করেছেন। আগামীকাল আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফের খেলতে নামবে গুজরাত টাইটান্স। তাঁদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ। সেই ম্যাচে কনওয়েকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে গিলের সামনে।
শনিবার দিল্লি বনাম সিএসকে ও কেকেআর বনাম এলএসজি ম্য়াচের পর অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়়ে যে তালিকা তাতে অনেক রদবদলও হয়েছে। পাঁচ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ১৩ ম্য়াচে ৫৩৮ রান ঝুলিতে রয়েছে তাঁর। ৬ নম্বরে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। ১৪ ম্যাচে ৫১৬ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। দিল্লির বিরুদ্ধে ম্যাচে এদিন ভাল পারফর্ম করে সাত নম্বরে উঠে এসেছেন রুতুরাজ গায়কোয়াড। ১৪ ম্যাচে ৫০৮ রান করেছেন তিনি। ১৩ ম্যাচে ৪৮৬ রান করে সূর্যকুমার যাদব তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। নবম স্থানে আছেন কেকেআরের রিঙ্কু সিংহ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটার। চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার রিঙ্কু। তিনি নবম স্থানে উঠে এসেছেন। তালিকায় প্রথম দশের সবার শেষে রয়েছেন হেনরিচ ক্লাসেন। ১১ ম্যাচে ৪৩০ রান তাঁর ঝুলিতে।