কলকাতা: আইপিএলের (IPL 2023) অরেঞ্জ ক্যাপের দৌড়ে যেন সাপলুডোর খেলা। তবে আইপিএলের ৫৪টি ম্যাচের শেষে অরেঞ্জ ক্যাপ জিতে নেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডুপ্লেসি। তাঁকে টক্কর দিচ্ছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল ও গুজরাত টাইটান্সের শুভমন গিল।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন।


জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।


ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি রানের নজির?


মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে তাঁর দল আরসিবি হারলেও, অরেঞ্জ ক্যাপ রয়েছে ডুপ্লেসির জিম্মায়। ১১ ম্যাচে তাঁর ৫৭৬ রান। ব্যাটিং গড় ৫৭.৬০! রয়েছে ৬টি হাফসেঞ্চুরিও। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও হাফসেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন তিনি।


আরও পড়ুন: আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের দাপুটে জয়, শাস্তি পেলেন রানা, এক নজরে আইপিএলের ৫ সেরা খবর


দুইয়ে রয়েছেন যশস্বী। ১১ ম্যাচে করেছেন ৪৭৭ রান। সেঞ্চুরি একটি। হাফসেঞ্চুরি তিনটি। ১৬০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে রান করছেন। তাঁর জন্যই রাজস্থান রয়্যালসের টপ অর্ডারকে বিপজ্জনক দেখাচ্ছে। 


তিনে উঠে এসেছেন শুভমন গিল। রবিবার যিনি বিধ্বংসী ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ১১ ম্যাচে ৪৬৯ রান গিলের।


চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে চার নম্বরে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে ঝোড়ো ইনিংস খেলছেন। ১১ ম্যাচ খেলে ৪৫৮ রান করেছেন। ৫৭.২৫ গড়ে রান করেছেন। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান।


পাঁচ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ১১ ম্যাচে ৪২০ রান করেছেন আরসিবি তারকা। সর্বোচ্চ অপরাজিত ৮২। ৬টি হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৩৩.৭৫। তবে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১ রান করে আউট হয়ে যান কিংগ কোহলি।



শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেরা ব্যাটারের শিরোপা?


আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?