চেন্নাই: আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RR vs RCB) । সেই ম্যাচে টুর্নামেন্টের দুই সর্বোচ্চ রানসংগ্রাহক ফাফ ডুপ্লেসি (Faf du Plessis) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), উভয়ের সামনেই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার সুযোগ ছিল। দুইজনের মধ্যে মাত্র এক রানের পার্থক্য ছিল। তাই ম্যাচ শেষে ফাফের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিতেই পারতেন যশস্বী। তবে ম্যাচে একদিকে ফাফ যেখানে অর্ধশতরান হাঁকিয়ে অরেঞ্জ ক্যাপের (IPL 2023 Orange Cap) শীর্ষে নিজের দাপট অব্যাহত রাখলেন, সেখানে যশস্বী ব্যাট হাতে ব্যর্থ হয়ে বেশ খানিকটা পিছিয়ে গেলেন।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলেন ফাফ। আরসিবি অধিনায়ক এখনও পর্যন্ত ১২ ম্যাচে ৫৭.৩৬ গড় ও ১৫৪.২৭ স্ট্রাইক রেটে ৬৩১ রান করেছেন। এই ইনিংসের সুবাদেই আইপিএলে চার হাজার রানের গণ্ডিও পার করে ফেললেন তিনি। অপরদিকে, দুরন্ত ছন্দে থাকাযশস্বী কিন্তু আরসিবির বিরুদ্ধে শূন্য রানে সাজঘরে ফেরায় তিনি ৫৭৫ রানেই আটকে রইলেন। এই টুর্নামেন্টে ইতিমধ্যেই দুই শতরান হাঁকানো অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে বেশ খানিকটা পিছিয়েই পড়লেন।
সিএসকের বিরুদ্ধে আবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিংহ (Rinku Singh) ও নীতীশ রানা (Nitish Rana) ৫৪ রানের ইনিংস খেলেন। সিএসকের বিরুদ্ধে দুরন্ত জয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকল কেকেআর। অর্ধশতরানের সুবাদে নীতীশ ও রিঙ্কু উভয়েই ৪০০ রানের গণ্ডি পার করে ফেললেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন তাঁরা। ১৩ ম্যাচে রিঙ্কুর সংগ্রহ মোট ৪০৭ রান, নীতীশ রানার সংগ্রহ ৪০৫ রান। ম্যাচে আরেক কেকেআর তারকা বেঙ্কটেশ আইয়ারের সামনেও ৪০০ রানের ক্লাবে প্রবেশ করার সুযোগ ছিল। কিন্তু তিনি মাত্র ৯ রান করে আউট হওয়ায় সেই সুযোগ হাতছাড়া করে ফেললেন। বেঙ্কটেশের দখলে আপাতত ৩৮০ রান রয়েছে। তিনি অরেঞ্জ ক্যাপ তালিকায় ১৩ নম্বরে।
এদিন বিরাট কোহলি আরসিবি-রাজস্থান ম্যাচে বড় ইনিংস খেলতে পারলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে চলে আসতেন। তবে গোটা ম্যাচ জুড়ে কোনও সময়েই ছন্দে দেখায়নি তাঁকে। তিনি ১৯ বলে ১৮ রান করে আউট হন। আপাতত ছয় নম্বরেই রয়ে গেলেন 'কিংগ কোহলি'। তবে নাইটদের বিরুদ্ধে ৩০ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে সূর্যকুমার যাদবকে পিছনে ফেলে তিনে উঠে এলেন। তাঁর দখলে মোট ৪৯৮ রান রয়েছে।
আরও পড়ুন: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম