গুয়াহাটি: আইপিএল (IPL) ট্রফির দেখা কখনও পায়নি তাঁর দল। সেরা পারফরম্যান্স বলতে, ২০১৪ সালে ফাইনালে ওঠা। সেবার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারতে হয়েছিল পাঞ্জাবকে।
তারপর থেকে আর কখনও প্লে অফেও ওঠেনি পাঞ্জাব। দলের নাম বদলে ফেলা হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব এখন পাঞ্জাব কিংস। কিন্তু নাম বদলেও ট্রফি ভাগ্য ফেরেনি।
তবে ষোড়শ আইপিএলে পাঞ্জাব কিংসের শুরুটা দুর্দান্ত হয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে পাঞ্জাব। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ রানে হারিয়ে দেন শিখর ধবনরা। পরের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫ রানে হারিয়েছে পাঞ্জাব। স্বাভাবিকভাবেই খোশমেজাজে দলের অন্যতম মালকিন প্রীতি জিন্টা। তিনি এতটাই খুশি যে, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলেন। সেই সঙ্গে হয়তো দলের সাফল্য কামনাও করলেন।
পাঞ্জাবের শুক্রবারের ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচটি হয় অসমের গুয়াহাটিতে বর্ষাপাড়া স্টেডিয়ামে। ম্যাচের পরের দিন, শনিবার নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত কামাখ্যা মন্দিরে যান প্রীতি। গোলাপি রংয়ের সালওয়ার কুর্তা পরেছিলেন প্রীতি। মাথায় ওড়না জড়িয়ে নিয়েছিলেন। সাদা রংয়ের ফেস মাস্ক পরেছিলেন। প্রথমে সৌভাগ্য কুণ্ডে পুজো দেন প্রীতি। তারপর যান শক্তিপীঠ দর্শনে। কামাখ্যা মায়ের পুজো দেন। তন্ত্রাসনে বসে প্রার্থনা করেন অভিনেত্রী। মন্দিরে তাঁকে দেখতে ভিড় জমে গিয়েছিল।
পরে ইনস্টাগ্রামে নিজের কামাখ্যা দর্শনের ছবি ও ভিডিও শেয়ার করেন। মন্দির প্রাঙ্গনে নিজের ভিডিও কোলাজ বানিয়ে শেয়ার করেন তিনি। এক সন্ত তাঁকে মন্দিরের একটি রেপ্লিকা উপহার দেন। সেলফিও তোলেন প্রীতি। ভিডিও ট্যুইট করে প্রীতি লেখেন, 'আমার গুয়াহাটি যাওয়ার অন্যতম কারণ বিখ্যাত কামাখ্যা দেবির মন্দির দর্শন করা। আমার বিমান বপেশ কয়েক ঘণ্টা দেরি করেছিল। সারারাত জেগেছিলাম। কিন্তু মন্দিরে যেতেই সব উধাও। এত প্রাণশক্তি পেলাম। শান্তি পেয়েছি খুব।'
আইপিএলে পাঞ্জাব কিংসের (PBKS) জয়রথ ছুটছে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর দ্বিতীয় ম্য়াচ থেকেও ২ পয়েন্ট ঘরে তুললেন শিখর ধবনরা। যদিও খুব সহজে নয়, রীতিমতো স্নায়ুর চাপ বাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি থেকে মাত্র ৫ রানে জিতল পাঞ্জাব কিংস (IPL 2023)।
লক্ষ্য ১৯৮ রানের। সেখানে একটা সময় ১৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের রান ছিল ১২৯/৬। সেখান থেকে খেলার রং কার্যত পাল্টে দিয়েছিলেন ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ার। সপ্তম উইকেটে মাত্র ২৭ বলে ৬২ রান যোগ করে পাঞ্জাব শিবিরের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন দুজনে। এঁদের মধ্যে ধ্রুব নেমেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন।
তবে শেষ ওভারে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে মাত্র ১০ রান খরচ করেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারান। ১৯৭/৪ তাড়া করতে নেমে ১৯২/৭ স্কোরে আটকে যায় রাজস্থান।
আরও পড়ুন: কোহলিকে পিছনে ফেলে আইপিএলে নতুন ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার