চেন্নাই: আইপিএলে (IPL 2023) এ মরসুমের ৭৪টি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ৫০টি ম্যাচ আয়োজিত হয়ে গিয়েছে। একদিকে যেমন শেষ চারে পৌঁছনোর লড়াই জমে উঠেছে, তেমনই জমে উঠেছে অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপের (IPL 2023 Purple Cap) দৌড়ও। শনিবার, ৬ মে দুইটি ম্যাচের পর পার্পল ক্যাপের হাত বদল ঘটল। গুজরাত টাইটান্সের তারকা বোলার মহম্মদ শামিকে (Mohammed Shami) পিছনে ফেলে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে উঠে এলেন চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)।


পার্পল ক্যাপের হাতবদল


লো স্কোরিং ম্যাচে চিদাম্বরম স্টেডিয়ামে অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে সিএসকের হয়ে দুরন্ত বোলিং করেন তুষার। নিজের নির্ধারিত চার ওভারে ২৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন তুষার। এই দুই উইকেটের সুবাদেই তিনি শামিকে সরিয়ে চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যান। তুষারের দখলে আপাতত ১১ ম্যাচে ২০.৮৪ গড়ে ১৯টি উইকেট নিয়েছেন। অবশ্য তাঁর ইকোনমি বেশ খানিকটা বেশি, ১০.৩৩।


শামি আপাতত ১০ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন। শামি ১৫.২২ গড়ে ও ৭.০২ ইকোনমিতে নিজের উইকেটগুলি নিয়েছেন। শামির গুজরাত দলের সতীর্থ রশিদ খানও সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক উইকেট নিয়েছেন। তবে রশিদের ইকোনমি (৮.০৫) শামির থেকে বেশি হওয়ায় তিনি আপাতত তালিকায় তৃতীয় স্থানে। শামি ও রশিদ আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে নামছেন। দুই তারকার সামনেই তুষারকে পিছনে ফেলে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে উঠে আসার হাতছানি রয়েছে।


নিজের দক্ষতা প্রমাণ


গত মরসুমে আইপিএলে খেলার সুযোগই পাননি পীযূষ চাওলা। তবে এ মরসুমে মুম্বইয়ের হয়ে সুযোগ পেয়েই চাওলা প্রমাণ করে দিচ্ছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। ১০টি ম্যাচ খেলে তারকা লেগ স্পিনারের দখলে আপাতত ১৭টি উইকেট রয়েছে। তিনি ১৬.৪৭ গড় ও ৭.১৭ ইকোনমিতে নিজের উইকেটগুলি নিয়েছেন। সমসংখ্যক ম্যাচ খেলে ১৬ উইকেট নেওয়া পাঞ্জাব কিংসের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ পার্পল ক্যাপের দৌড়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের একমাত্র বোলার হিসাবে বরুণ চক্রবর্তী প্রথম দশে রয়েছেন। বরুণ ১০ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ২১.৫০ ও ইকোনমি ৭.৯৯।


আরও পড়ুন: সুখবর আসতে পারে আজ, কেমন যাবে আজকের দিন ?