আমদাবাদ: শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল। আর শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রানের। আইপিএল ফাইনালের (IPL Final 2023) মত মঞ্চ। সেখানে চাপের মুখে শেষ ২ বলে ছক্কা ও বাউন্ডারি হাঁকানো কিন্তু কোনওভাবেই মুখের কথা নয়। কিন্তু অসাধ্য সাধন করাটা যেন বাঁ হাতের খেল বানিয়ে ফেলেছেন রবীন্দ্র জাডেজা। তাই শেষ দুই বলে একটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকিয়ে সিএসকেকে চ্যাম্পিয়ন করে দিলেন আইপিএলে পঞ্চমবারের মত। কেন তাঁকে 'স্য়ার' নামে সম্বােধন করা হয়, তা আরও একবার বুঝিয়ে দিলেন। আর ম্যাচ জিতেই জাডেজা সহজ বক্তব্য, এই জয় তিনি আর কাউকে নয়, দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেই উৎসর্গ করছেন।
কী বলছেন জাডেজা?
ম্যাচের জয়সূচক বাউন্ডারি হাঁকিয়েই সিএসকের স্ট্যান্ডের দিকে দৌড় দিয়েছিলেন জাডেজা। সেখানে পৌঁছতেই তাঁকে কোলে তুলে নেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচ জেতার পর জাডেজা বলেন, ''আমি এই জয় আর কাউকে না, আমাদের দলের বিশেষ সদস্য এম এস ধোনিকেই উৎসর্গ করতে চাই। দুর্দান্ত একটা অনুভূতি। ভরা গ্যালারির সামনে পঞ্চমবারের জন্য সিএসকের হয়ে আইপিএল জয়। সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। তাঁরা গতকাল রাত থেকে অপেক্ষা করছিল। বৃষ্টির জন্য তাঁদেরও সমস্যা হয়েছে, তবুও তাঁরা সিএসকেকে ভালবেসে গিয়েছে। স্টেডিয়ামে বৃষ্টি মাথায় নিয়ে খেলা দেখতে এসেছেন। আমি সোজাসুজি খেলতে চাইছিলাম সবসময়। মোহিত স্লোয়ার বল করছিল। তাই মাঠের সামনের দিকে খেলতে চেয়েছিলাম।''
আগামী মরসুমেও কি খেলবেন ধোনি?
ধোনি নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, 'পরিস্থিতির বিচারে এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি এ মরসুমে যেখানেই গিয়েছি, সেখানে খেলতে গিয়ে এত ভালবাসা, সমর্থন পেয়েছি যে এর পরে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়াটা সহজ। আমার কাছে কঠিন কাজ হল আরও নয় মাস খাটা খাটনি করে নিজেকে নয় মাস ধরে প্রস্তুত করা এবং আরও একটি আইপিএল মরসুম খেলা। সত্যি বলতে অনেকটাই আমার শরীরের ওপর নির্ভরশীল। আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছয়-সাত মাস রয়েছে। আমার জন্য এটা সহজ হবে না। তবে এটা আমার তরফ থেকে সকলের জন্য একটা উপহার হবে। সকলে আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তার জন্য আমারও তাঁদের কিছু ফিরিয়ে দেওয়াটা কর্তব্য।'