বেঙ্গালুরু: আইপিএলে (IPL 2023) রবিবাসরীয় সন্ধেয় মেগা ডুয়েল। একদিকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স, অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও বিরাট কোহলি। সপ্তাহান্তে এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে ম্যাচের আগেই আরসিবি শিবিরে দুঃসংবাদ। এমনিই গ্লেন ম্যাক্সওয়েল-জস হ্যাজেলউডের খেলা নিয়ে ছিল প্রশ্নচিহ্ন। এবার ম্যাচের আগেরদিন কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) জানিয়ে দিলেন দলের আরেক তারকা অলরাউন্ডারও প্রথম ম্যাচে পল্টনদের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না।


নেই তারকা অলরাউন্ডার


কে সেই তারকা? তিনি শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। প্রাক ম্যাচের সাংবাদিক সম্মেলনে আরসিবি কোচ বলেন, 'এই মাসের নয় তারিখ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আমরা পাচ্ছি না।' গত মরসুমে আরসিবির জার্সি গায়ে ১৬ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছিলেন। তিনিই গতবার টুর্নামেন্টের দ্বিতীয় ও আরসিবির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন। কিন্তু বর্তমানে তিনি জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন। সেই সিরিজ শেষ হওয়ার পরেই হাসারাঙ্গা আইপিএলে খেলতে নামতে পারবেন।


ম্য়াক্সওয়েল-হ্যাজেলউডের চোট


জানা যাচ্ছে, অ্যাকিলিসের সমস্যায় ভুগছেন পেসার হ্যাজেলউড। পায়ের যে ব্যথার জেরে বর্ডার-গাওস্কর সিরিজেও খেলতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলার মাঝে ভারতে থাকলেও কোনও ম্যাচেই খেলতে নামতে পারেননি জস। এদিকে, পায়ের চোট সারিয়ে ওঠার পথে গ্লেন ম্যাক্সওয়েল। গতবছর পায়ের চোট পেয়েছিলেন তিনি। যদিও ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছিলেন তিনি। যদিও পরের দুটো ওডিআইতে দলে থাকতে পারেননি ম্যাক্সওয়েল। আরসিবি-র এক চ্যাট শো'তে ম্য়াক্সওয়েল জানিয়েছিলেন, 'পা এখন আগের থেকে অনেক সেরে গিয়েছে। প্রায় ১০০ শতাংশ ফিট। আশা রাখছি ভোগান্তি ছাড়াই গোটা প্রতিযোগিতা খেলতে পারব।'


হ্যাজেলউড যে আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না, সেই পূর্বাভাস ছিলই। সেই কথা মাথায় রেখেই অজি তারকার বদলিও দলে রেখেছে আরসিবি। বাঙ্গার বলেন, 'হ্যাজেলউডের বিষয়টা নিয়ে আমরা চর্চা করেই ছিলাম। নিলামের আগেও এই বিষয় নিয়ে দলের বৈঠকে আলোচনা করা হয়। বিকল্প হিসাবে কিন্তু রিস টপলি দারুণ। আমি নিশ্চিত ওর বাঁ-হাতি বোলিং আমাদের দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে।' ম্যাক্সওয়েল অবশ্য প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন বলে জানিয়ে দেন বাঙ্গার।


আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং ছাত্র থেকে ক্রিকেটার হয়ে ওঠার শাহবাজের গল্প রূপকথাকেও হার মানায়