বেঙ্গালুরু: ইডেন গার্ডেন্সে হারের পর ঘরের মাঠে কেকেআরকে (RCB vs KKR) হারিয়ে বদলা নেওয়ার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) সামনে। কিন্তু কোহলি বাহিনী তা করতে ব্যর্থ হয়। ২১ রানে নাইটদের বিরুদ্ধে পরাজিত হয় আরসিবি। ম্যাচ হেরে দলের ফিল্ডিং নিয়ে সমালোচনায় মুখর বিরাট কোহলি (Virat Kohli)।
ক্ষুব্ধ কোহলি
আরসিবি অধিনায়ক ম্যাচ শেষে বলেন, 'সত্যি বলতে আমরা ওদেরকে জয়টা উপহার দিয়েছি। আমাদের এই ম্যাচ হারাই উচিত ছিল। পেশাদারের মতো তো খেলতেই পারিনি। বোলিংটা ভাল হলেও, আমরা ফিল্ডিংটা খুবই খারাপ করেছি। সহজ দুইটো ক্যাচ ফেলায় ওরা আরও ২৫-৩০ বাড়তি করার সুযোদ পায়। ব্যাটিংয়ের শুরুটাও ভালভাবে করেছিলাম বটে, কিন্তু তারপরে চার-পাঁচখানা খারাপ শট খেলে সহজেই উইকেট হারাই। যে বলগুলিতে উইকেট হারাই, সেগুলো তো উইকেট হারানোর মতো বলই ছিল না।'
কেকেআরের বিরুদ্ধে প্রথমে মহম্মদ সিরাজ ও পরে হর্ষল পটেল নীতীশ রানার অত্যন্ত সহজ দুইটি ক্যাচ ফেলে দেন। দুইবার জীবনদান পেয়ে নাইট অধিনায়ক ২১ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন। বোলিংয়ে ক্যাচ ফেললেও, ব্যাট হাতে আরসিবি শুরুটা খারাপ করেনি। অধিনায়ক কোহলিও দুরন্ত অর্ধশতরান হাঁকান। তবে দল ম্যাচ জিততে ব্যর্থ হয়।
কোহলির মতে আর একটা পার্টনারশিপ গড়তে পারলেই ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত। 'রান তাড়া করতে নেমে আমরা পরপর উইকেট হারালেও, একটি পার্টনারশিপেই কিন্তু আমরা লড়াইয়ে ফিরে এসেছিলাম। যদি আরেকটা পার্টনারশিপ গড়তে পারতাম। আমাদের ফোকাসটা গোটা ম্যাচ জুড়ে বজায় রাখতে হবে। প্রতিপক্ষকে ম্য়াচে ফিরে আসার সুযোগ দিলেই মুশকিল।' বলে জানান কোহলি।
কোহলির রেকর্ড
দলের পরাজয়ের দিনেই এক নতুন নজির গড়লেন 'রেকর্ড ম্যান' কোহলি। বিরাট কোহলি নিজের আইপিএল কেরিয়ারের ৪৯তম অর্ধশতরানটি এই ম্যাচেই হাঁকিয়ে ফেলেন। তিনি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাস গড়লেন তিনি।
৫৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) তিন হাজার রানের গণ্ডি পার করে ফেলেন বিরাট। তিনিই প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে তিন হাজার রান করলেন। বিরাট চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২টি ইনিংস খেলে ৩৭.৬৮ গড়ে ৩০১৫ রান করেছেন। চিন্নাস্বামীতে ২৩টি অর্ধশতরান করেছেন বিরাট। বিরাট এক্ষেত্রে বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিমকে পিছনে ফেললেন। রহিম শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোট ১২১টি ইনিংস খেলে ২৯৮৯ রান করেছেন, গড় ৩৩.৯৬ এবং ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক।
আরও পড়ুন: পরপর হার সত্ত্বেও দলের ওপর আস্থা অটুট ছিল, আরসিবিকে হারিয়েই দাবি নাইট অধিনায়ক রানার