মোহালি: সেঞ্চুরি পার্টনারশিপ ফাফ-বিরাটের, পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবি বোর্ডে তুলল ১৭৪/৪। অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। এদিনের ম্যাচে আরসিবির নেতৃত্বে ফিরলেন বিরাট কোহলি। অন্যদিকে পাঞ্জাব কিংসের নেতৃত্বে দেখা গেল স্যাম কারানকে। 


বিরাট-ফাফের অর্ধশতরান


এদিন টস জেতে পাঞ্জাব। শিখর ধবনের বদলে এদিন নেতৃত্বভার সামলাচ্ছেন স্যাম কারান। চোটের জন্য এই ম্যাচে খেলছেন না দিল্লির বাঁহাতি ওপেনার। অন্যদিকে পাঁজরে চোটের জন্য এদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র ব্য়াটিং করতে নেমেছিলেন ডু প্লেসি। তিনি ফিল্ডিং করবেন না আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে ব্যাট হাতে ফাফকে আটকানো গেল না এদিনও। অরেঞ্জ ক্য়াপের দৌড়ে শীর্ষেই ছিলেন। এদিন ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। আরও এগিয়ে গেলেন নিজের প্রতিদ্বন্দ্বীদের থেকে। এদিন ওপেনিংয়ে নেমে বিরাটের সঙ্গে জুটি বেঁধে ১০০ রানের পার্টনারশিপ গড়েন ফাফ। ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন বিরাট। নিজের ইনিংসে কিংগ কোহলি ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। ফাফ তাঁর ৫৬ বলের ইনিংসে ৫টি বাউন্ডারি ও সংসংখ্যক ছক্কা হাঁকান। ম্যাক্সওয়েল এদিন খাতাই খুলতে পারেননি। মাত্র ৭ রান করেন দীনেশ কার্তিক। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান বোর্ডে তুলে নেয় বিরাট বাহিনী। পাঞ্জাব কিংস বোলারদের মধ্যে ২ উইকেট নেন হরপ্রীত ব্রার। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিংহ ও নাথান এলিস। 


অধিনায়ক বিরাট


টস করতে নেমে বিরাট জানান দলের নিয়মিত অধিনায়ক ফাফের পাঁজরে চোট লেগেছে, সেই কারণেই ফাফ এই ম্যাচে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবেই মাঠে নামবেন। তিনি ব্যাট করবেন বটে, তবে ফিল্ডিং করবেন না। তাঁর বদলে বিজয়কুমার বিশাখ আরসিবির ফিল্ডিংয়ে সময় মাঠে নামবেন। প্রসঙ্গত, বিরাট কোহলি এর আগে আরসিবিকে ১৪০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সাল থেকে ২০২১ পর্যন্ত আরসিবির নেতত্বে ছিলেন বিরাট। এই সময়কালে তিনি ৬৪টি ম্যাচ জিতেছেন, ৬৯ ম্যাচ হেরেছেন।


বিরাটের নেতৃত্বে অবশ্য একবারও আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবি। তবে একমাত্র দল হিসাবে বিগত তিন মরসুমের প্রত্যেকটিতেই প্লে-অফে আরসিবি নিজেদের জায়গা পাকা করেছে। এ মরসুমে অবশেষে বহুকাঙ্খিত খেতাব আরসিবি নিজেদের ঘরে তুলতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়। অপরদিকে, এই ম্যাচে পাঞ্জাবের নিয়মিত অধিনায়ক শিখর ধবনও খেলছেন না। তিনি এখনও চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি। তাই গত ম্যাচের মতো এই ম্যাচেও পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন দলের সহ-অধিনায়ক স্যাম কারান।