সুকান্ত মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতিতে জেলে দু'জনেই। একে অপরের বিরুদ্ধে আগেও মুখ খুলেছিলেন তাঁরা। ফের একবার বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তাপস মণ্ডল। তাঁর অভিযোগ, '১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে। অভিষেকের (বন্দ্যোপাধ্যায়) নাম ভাঙিয়ে টাকা তুলেছে। 'হাওয়ালার মাধ্যমে ও টাকা বাইরে পাঠিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি কোনও চাপ দেয়নি। লক আপ থেকে আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল (Tapas Mandal)।


তাপস মণ্ডলের মন্তব্য প্রসঙ্গে না বললেও তদন্তকারী সংস্থার রাজনৈতিক যোগ তুলে পাল্টা অন্য বিস্ফোরক অভিযোগ করেছেন কুন্তল ঘোষও। 'বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক, 'তাহলে বুঝে নিন তদন্ত কোন দিকে যাচ্ছে। হাতে একটা আংটি থাকলে কেউ প্রভাবশালী হয় না। আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। কাউকে ইঙ্গিত করিনি, যে বোঝার ঠিক বুঝে যাবে। কেন পার্থ চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করব ? পার্থ চট্টোপাধ্যায় আমার সিনিয়র লোক। কেন্দ্রীয় এজেন্সির হাল কি, যে হাতে একটা আংটি থাকলে বলছে প্রভাবশালী। তাই বলছি আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক, তাহলে তদন্ত কোন পথে যাচ্ছে বুঝে নিন', আদালতে পেশের আগে বিস্ফোরক কুন্তল ঘোষ (Kuntal Ghosh)।  


এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাপস মণ্ডল বলেছেন, '১০০ কোটির খেলা নয়, এখন শুনছি ৫০০ কোটির খেলা। অভিষেকের নাম ভাঙিয়ে টাকা তুলে হাওয়ালায় খাটিয়েছে কুন্তল ঘোষ।' লক-আপে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে কুন্তল যে দাবি করেছিলেন, সে প্রসঙ্গে তাঁর সংযোজন, 'সবই নাটক, নাটক দেখতে থাকুন ওঁর। তবে একা ৫০০ কোটি টাকা তুলেছে ও, জেলে বসেই খবর পাচ্ছি। গোটা বিষয়টা তদন্ত হোক।'



প্রসঙ্গত, কিছুদিন আগেই কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তদন্তকারী সংস্থার তরফে তাঁকে চাপ দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলার জন্য। যে আশঙ্কা উঠে এসেছিল খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যেও। যা গড়ায় আদালতের এজলাসেও। যার নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও কম হয়নি।


আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই বা কি আসে যায়? উনি আছেন, তা কি বোঝা যাচ্ছে? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের