বেঙ্গালুরু: আইপিএলে দীর্ঘ ২ বছর পর অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন পাঞ্জাব কিংসের (RCB vs PBKS) বিরুদ্ধে। ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। এবার রাজস্থানের বিরুদ্ধে নতুন জার্সিতে মাঠে নামতে চলেছেন কোহলি-ফাফরা। ২০১১ সাল থেকে প্রতি বছরই ভারতের 'গার্ডেন সিটি'-র ফ্র্যাঞ্চাইজি আইপিএল মরসুমের একটি ম্যাচ তাঁদের জার্সির রঙ বদলে সবুজ জার্সি পড়ে খেলে। এবারও তাঁর অন্যথা হচ্ছে না। আরসিবির তরফে সদ্যই জানানো হয়েছে ২৩ এপ্রিল ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলিরা লালের বদলে সবুজ রঙের জার্সি পড়েই মাঠে নামবেন। আরসিবির 'গ্রি গ্রিন' উদ্যোগের অন্তর্গতই রাজস্থানের বিরুদ্ধে কোহলিদের সবুজ জার্সি পরে খেলতে দেখা যাবে।


মানুষজন পরিবেশ সংক্রান্ত না না বিষয়ে সচেতন করতেই প্রতিবছর আরসিবি একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে। করোনাকালে কেবল এক মরসুমেই এর অন্যথা ঘটেছিল। সেইবার স্বাস্থ্যকর্মীদের অবদানকে স্বীকৃতি জানাতে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি নীল জার্সি পরে একটি ম্যাচ খেলেছিল। কিন্তু তাছাড়া প্রতি মরসুমেই তাঁরা একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে এবং এবারেও তেমনটাই হতে চলেছে। আরসিবির এই সবুজ জার্সি সম্পূর্ণভাবে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়েই তৈরি হয়েছে বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়।


ব্লাইন্ডফোল্ড চ্যালেঞ্জ'


আরসিবির তরফে কোহলির এই চ্যালেঞ্জের ভিডিওটি পোস্ট করা হয়। যেখানে তিনি খুব সহজেই ফাফ ডুপ্লেসিকে সঠিকভাবে চিনে নেন। ডুপ্লেসির ডান হাতের ঘড়ি এবং ট্যাটুর সুবাদেই তাঁকে চিনতে পারেন কোহলি। তবে তিনি কিন্তু প্রথমে দীনেশ কার্তিককে চিনতে পারেননি। কার্তিককে তিনি মহম্মদ সিরাজের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন বটে, তবে পরে তাঁর দাঁড়ির মাধ্যমে কার্তিককে চিনতে পারেন বিরাট। সিরাজকে তাঁর হাতঘড়ির ফলে চিনে নেন আরসিবির তারকা ক্রিকেটার। কিন্তু গুগলিটা আসে শেষবেলায়।


কোহলির সামনে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) আনা হয়। ছেত্রীকে প্রথমে এক অল্পবয়সি ছেলে বলে ভুল করেন বিরাট। ছেত্রীর বিবরণে কোহলি তাঁকে ছোট চুলের এক অল্পবয়সি ছেলে বলে মনে করেন। তবে পরবর্তীতে কোহলিকে ছেত্রীর বিষয়ে হালকা ইঙ্গিত দেওয়া হয়। অবশ্য ছেত্রীকে 'গতিময় অলরাউন্ডার' হিসাবে ব্যাখা করলে সঙ্গে সঙ্গেই তাঁকে চিনতে পারেন বিরাট। ছেত্রীকে চিনতে পেরেই হাসিতে ফেটে পড়েন কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও ছেত্রী, দুইজনেই খুব ভাল বন্ধু।