লখনউ: আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। আইপিএল (IPL) থেকে ছিটকে গেলেন ডেভিড উইলি (David Willey)। তাঁর পরিবর্ত কে হবেন, সেই নামও ঘোষণা করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)।


সোমবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ষোড়শ আইপিএলের বাকি অংশে ডেভিড উইলির পরিবর্ত হিসাবে কেদার যাদবকে (Kedar Jadhav) দলে নিয়েছে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের দল। 


এই মরসুমে আরসিবির হয়ে ৪টি ম্যাচ খেলেছেন ইংরেজ অলরাউন্ডার ডেভিড উইলি। তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। 


২০১০ সালে আইপিএলে অভিষেক হয়েছিল কেদার যাদবের। এখনও পর্যন্ত ৯৩টি আইপিএল ম্যাচ খেলেছেন মহারাষ্ট্রের ক্রিকেটার। করেছেন ১১৯৬ রান। এর আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন কেদার। আরসিবি জার্সিতে ১৭ ম্যাচ খেলেছিলেন তিনি। এক কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে আরসিবি।                                                                      


 






আইপিএলে এ যাবৎ নিজেদের আটটি ম্য়াচের মধ্যে ৬টিই ঘরের মাঠে খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তবে এবারে বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়তে হয়েছে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের। বাকি ৬ ম্যাচের মধ্যে ৫টিই প্রতিপক্ষের ডেরায় গিয়ে খেলতে হবে কোহলিদের। যার প্রথমটি লখনউয়ে। সোমবার কোহলিদের প্রতিপক্ষ কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস (LSG)।



আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?



কেন ঘরের মাঠে পরপর ম্যাচ খেলে নিতে হয়েছে কোহলিদের? কারণ, কর্নাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। যে কারণে পরের দিকে আর ম্যাচ আয়োজনের অনুমতি পাবে না আরসিবি। চিন্নাস্বামীতে যেমন ম্যাচ জিতেছে আরসিবি, তেমনই বরাবরের মতো ব্যাটিং অর্ডারে বিগ থ্রি-র ওপর অতিরিক্ত নির্ভরশীলতে প্রকট হয়ে পড়েছে। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট চললে আরসিবি হিট। তিনজন ফ্লপ করলেও মুখ থুবড়ে পড়বে দলও। রজত পতিদার চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পর আর কোনও বিকল্প তুলে আনতে পারেনি আরসিবি। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছেন দীনেশ কার্তিকও।



আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক