জয়পুর: টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ধুন্ধুমার শো। ব্যাটের কষাঘাতে বল উড়ে গিয়ে পড়বে গ্যালারিতে। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের মিউজিক সিস্টেমে গমগম করে উঠবে জনপ্রিয় গানের কলি। নাচতে শুরু করে দেবেন চিয়ারলিডাররা।


তবে জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামের ছবিটা কিছুটা আলাদা। এই মাঠে টি-টোয়েন্টি ম্যাচ (IPL 2023) মানেই যে শুধু ব্যাটারদের দাপট, তা নয়। বরং বোলাররাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে স্পিনাররা।


বৃহস্পতিবার এই মাঠে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। ম্যাচের আগে আকর্ষণের কেন্দ্রে সোয়াই মান সিংহ স্টেডিয়ামের বাইশ গজ। দুই দলে রয়েছে বেশ কিছু বিগহিটার। চার ছক্কার ফোয়ারা দেখা যাবে?


যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, খুব বেশি বড় রানের ম্যাচ নাও হতে পারে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিই ম্যাচ হয়েছে এই মাঠে। সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে ১৫৪/৭ তুলেছিল। রান তাড়া করতে নেমে ১৪৪/৬ স্কোরে আটকে যায় রাজস্থান। এখনও পর্যন্ত যে কটি ম্যাচ খেলা হয়েছে এই মাঠে, তাতে এক একটি ছক্কা হয়েছে ২৯.৭ বলের ব্যবধানে। যে নজির আইপিএলের আর কোনও কেন্দ্রে নেই। 


যদিও সেই ম্যাচ ছিল প্রায় দশ দিন আগে। বৃহস্পতিবারের পিচ আগের ম্যাচের চেয়ে বেশি ব্যাটিং সহায়ক হতে পারে। তবে দুশো বা তার বেশি রান হবে বলে মনে করছেন না অনেকেই। পাশাপাশি দুই দলের স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।


পনেরো বছর আগের কথা। প্রথম আইপিএলের (IPL) ফাইনাল খেলেছিল এই দুই দল। পনেরো বছর পর ফের এক আইপিএলে ফাইনালে মুখোমুখি হওয়ার মতো সম্ভাবনা তৈরি করেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (CSK vs RR)। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিএসকে। তিন নম্বরে রয়েছে রাজস্থান। আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যে দলই জিতবে, প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।


আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?


খুব বেশি রদবদল না ঘটিয়েও চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ে অনেকটাই উন্নতি করেছে। বোলিং বিভাগে নতুন মুখ তুলে এনেছে সিএসকে। অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও, মাথিশা পাথিরানা বা তুষার দেশপাণ্ডেদের হাতে লড়াই করার মতো যথেষ্ট রানের পুঁজি দিচ্ছেন সিএসকে ব্যাটাররা।

 

এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুই দলের। শেষ পর্যন্ত চেন্নাই ম্যাচ হারলেও, নাটকীয় পরিস্থিতিতে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। সেই ম্যাচে ফিনিশার ধোনির ঝলকও দেখা গিয়েছিল।

তবে আইপিএলের মাঝপথে পরপর দুই ম্যাচ হেরে বসেছে রাজস্থান। সঞ্জু স্যামসনরা তাই দ্বিতীয় দফায় সিএসকে-র সঙ্গে সাক্ষাতে বেশ চাপেই থাকবেন। ইমপ্যাক্ট প্লেয়ারের স্ট্র্যাটেজি নিয়েও নতুন করে ভাবতে হবে রাজস্থানকে। আগের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় কোনও ব্যাটার রাখেনি রাজস্থান। প্রয়োজন পড়লেও তাই কাউকে নামানোর জায়গা ছিল না। জেসন হোল্ডারকে ব্যাটার হিসাবে ব্যবহার করার কৌশলও সাজাতে হবে স্যামসনদের।  ৭ ম্যাচে মাত্র ২ বল ব্যাট করার সুযোগ পেয়েছেন হোল্ডার। প্রত্যেক ম্যাচেই তাঁর আগে নামানো হচ্ছে আর অশ্বিনকে। আগের ম্যাচে ২ বলে ১০ রান চাই, এরকম পরিস্থিতিতেও হোল্ডারকে না পাঠিয়ে অনভিজ্ঞ আব্দুল বশিষ্ঠের ওপর ভরসা রেখেছে দল।


আরও পড়ুন: রিঙ্কুর ৫ ছক্কার দুঃস্বপ্নের পর অসুস্থ যশ, কমে গিয়েছে ওজন, হার্দিকের মন্তব্যে চাঞ্চল্য