আমদাবাদ: যশ দয়ালকে (Yash Dayal) মনে আছে?


কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে যিনি শেষ ওভার বল করেছিলেন। ম্যাচ জিততে গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে কেকেআরকে শেষ ওভারে তুলতে হতো ২৯ রান। শেষ ৫ বলে দরকার ছিল ২৮ রান। ৫ বলে পরপর ৫ ছক্কা মেরে অসাধ্য সাধন করেছিলেন রিঙ্কু সিংহ। আইপিএলের রূপকথায় জায়গা করে নিয়েছে রিঙ্কুর সেই ইনিংস। ধন্য ধন্য পড়ে গিয়েছিল উত্তরপ্রদেশের ক্রিকেটারকে নিয়ে।


মুদ্রার অপরের পিঠের খবর অনেকেরই জানা ছিল না। যে খবরটা জানালেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। যে খবর শুনে চমকে উঠেছে ক্রিকেট মহল।


হার্দিক জানিয়েছেন, রিঙ্কুর হাতে সেই ম্যাচে প্রহারের পর থেকে অসুস্থ যশ দয়াল। পেসারের ওজন কমে গিয়েছে!


 






কেকেআরের বিরুদ্ধে ম্যাচের পর থেকে গুজরাত টাইটান্সের হয়ে টানা ৪ ম্যাচে খেলতে পারেননি যশ। যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গুজরাত অধিনায়ক হার্দিককে। তিনি বলেন, 'আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে, ও এই মরসুমে আর খেলতে পারবে কি না। ওই ম্যাচের পর থেকে ও অসুস্থ। ৭-৮ কেজি ওজন কমে গিয়েছে। ওর এমনিতেই একটা সংক্রমণ হয়েছিল আর সেই ম্যাচের স্নায়ুর চাপ বেশ ধাক্কা দিয়েছে। এখন যা পরিস্থিতি তাতে ও মাঠে নামার মতো অবস্থায় নেই।' হার্দিক যোগ করেন, 'কারও ক্ষতি হয়তো কারও কাছে লাভের সমান। তবে ওর মাঠে ফিরতে সময় লাগবে।'


কেকেআর ম্যাচের পর রিঙ্কুর জয়োধ্বনি শোনা গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বে। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, রিঙ্কুর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সকলে। পাশাপাশি যশের পাশেও দাঁড়িয়েছিলেন সকলে। রিঙ্কু নিজেও জানিয়েছিলেন যে, ব্যক্তিগতভাবে পেসারের সঙ্গে কথা বলেছেন। তরুণ ক্রিকেটার যাতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে না পড়েন, সেটাও নিশ্চিত করতে চেয়েছিলেন রিঙ্কু।


যদিও মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন যশ। ব্যাটসম্যানের হাতে পর্যুদস্ত হওয়ার পরেও ঘুরে দাঁড়ানোর ভুরি ভুরি নজির রয়েছে ক্রিকেট বিশ্বে। যুবরাজ সিংহের কাছে ছয় ছক্কা খাওয়ার পরেও স্টুয়ার্ট ব্রড প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কার্লোস ব্র্যাথওয়েটের হাতে শেষ ওভার বেদম মার খাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে দেশকে পরে দু-দুটো বিশ্বকাপ জিতিয়েছিলেন বেন স্টোকস। যশও কি রাজকীয়ভাবে ফিরে আসবেন?


আরও পড়ুন: আইপিএলের কামাল! সুন্দরবনের মাটির বাড়ির বাসিন্দা জিতলেন ঝাঁ চকচকে গাড়ি