আমদাবাদ: আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। এখনও পর্যন্ত তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। অরেঞ্জ ক্যাপের দৌড়ে এই মুহূর্তে সবার আগে রয়েছেন ৮৫১ রান ঝুলিতে পুরে নিয়ে। শেষ ২ ম্যাচে পরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথমে আরসিবির বিরুদ্ধে গ্রুপ পর্বে গুজরাতের শেষ ম্যাচে ও এরপর গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গিলের বিস্ফোরক ব্য়াটিংয়ে মজে স্বয়ং মাস্টার ব্লাস্টারও। নিজের সোশ্য়াল মিডিয়ায় শুভমনকে প্রশংসা করার পাশাপাশি ২ ফাইনালিস্ট দলকে শুভেচ্ছাবার্তাও পাঠান সচিন। 


কী বলেন মাস্টার ব্লাস্টার?


আরসিবির বিরুদ্ধে গিলের সেঞ্চুরি মুম্বই ইন্ডিয়ান্সকে প্লে অফের টিকিট পাইয়ে দিয়েছিল। কিন্তু সেই মুম্বইয়ের বিরুদ্ধেই দ্বিতীয় কোয়ালিফায়ারে ফের সেঞ্চুরি হাঁকান এই তরুণ ওপেনার। সচিন মুম্বই দলের মেন্টর। চোখের সামনে দেখেছেন তরুণ ব্যাটারের বিধ্বংসী ব্যাটিং। সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করে সচিন লিখেছেন, ''গিল অসাধারণ ছন্দে আছে। ওর একটা শতরান আমাদের আইপিএলে ফিরিয়ে এনেছিল। পরের শতরান আইপিএল থেকে ছিটকে দিল। শুভমনকে দেখে মনে হয়েছে ওর অসম্ভব ঠান্ডা মাথা, সঠিক মানসিকতা, রান করার খিদে, দৌড়ে রান নেওয়ার ক্ষমতা এবং বড় ম্যাচে পারফর্ম করার ইচ্ছে বাকিদের থেকে আলাদা করেছে ওকে। মুম্বইয়ের বিরুদ্ধে বারো ওভারের পর থেকে গিল যে ব্যাটিং করেছিল তার জবাব ছিল না আমাদের বোলারদের কাছে। আশা করছি আজ ফাইনালে আবার একটা দুর্দান্ত ব্যাটিং দেখতে পাব। মনে রাখতে হবে চেন্নাই সাত আট নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে। ধোনি নিজেও আসছে অনেক শেষে। একটা দুর্দান্ত ফাইনাল হতে চলেছে আমি নিশ্চিত।''


 






নতুন ইতিহাস লিখবেন রশিদ?


বর্তমান মরসুমে গুজরাত টাইটান্সের সাফল্যের প্রধান কারণ তাঁদের দুরন্ত বোলিং আক্রমণ। পার্পল ক্যাপ তালিকার প্রথম তিনে থাকা তিনজনই গুজরাতের বোলার। মহম্মদ শামি ২৮ উইকেট নিয়ে রয়েছেন প্রথম স্থানে। তাঁর থেকে এক কম ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থান রয়েছেন রশিদ খান আর তৃতীয় স্থান মোহিত শর্মা। ২৪ উইকেট রয়েছে মোহিতের দখলে। এদের মধ্যে রশিদের সামনেই এক সর্বকালীন আইপিএল রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। আর মাত্র এক উইকেট নিলেই রেকর্ড গড়ে ফেলবেন তিনি।


রশিদ আর এক উইকেট নিলেই যুজবেন্দ্র চাহালের রেকর্ড তাঁর নামে করে ফেলবেন। চাহাল ও রশিদ যুগ্মভাবে এক মরসুমে স্পিনার হিসাবে সর্বাধিক ২৭ উইকেট নিয়েছেন। গত মরসুমে ২৭ উইকেট নিয়েছিলেন চাহাল। যদি রশিদ আজকের ম্যাচে আর একটি উইকেট নেন, তাহলেই তিনি এক আইপিএল মরসুমে স্পিনার হিসাবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড নিজের নামে করে ফেলবেন।