আমদাবাদ: তাঁর ইনিংস দেখে এখনও যেন ঘোরের মধ্যে রয়েছে ক্রিকেটবিশ্ব। আইসিসি (ICC) থেকে শুরু করে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) - রিঙ্কু সিংহের (Rinku Singh) নাটকীয় ব্যাটিং দেখে আবেগ গোপন করতে পারছেন না কেউই।
শেষ ওভারে প্রয়োজন ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে সিঙ্গল নেন উমেশ যাদব। ৪ বলে বাকি ২৮। সকলে ধরেই নিয়েছিলেন যে, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক হবে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু অন্যরকম ভেবেছিলেন রিঙ্কু। পরপর ৫ বলে পাঁচ ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে দেন উত্তরপ্রদেশের তারকা।
যে তাণ্ডব দেখে সচিন ট্যুইট করেছেন, 'সরু সুতোয় ঝুলছিল ম্যাচের ভাগ্য। রং পাল্টে গেল শেষ মুহূর্তে। সকলে মনে করেছিলেন রশিদ খানের হ্যাটট্রিক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে যাবে। কিন্তু রিঙ্কুর পাওয়ার হিটিং স্পেশ্যাল। শেষ কয়েক মুহূর্ত উপভোগ করেছি। এই অসাধারণ খেলা আমাদের দেখিয়ে দিয়ে গেল যে, শেষ না হওয়া পর্যন্ত কোনও কিছুই শেষ নয়।'
রিঙ্কুর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত বীরেন্দ্র সহবাগও। বীরু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'লর্ড রিঙ্কু দীর্ঘজীবী হও। রান তাড়া করতে নেমে শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা। রান তাড়া করতে নেমে শেষ ওভারে সর্বকালের অন্যতম সেরা শট খেলতে দেখলাম'।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খানিকটা একইরকম ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। ইংল্যান্ডের বেন স্টোকসের বলে পরপর ৪টি ছক্কা মেরেছিলেন। সেই ইনিংসের সঙ্গে তুলনা করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ট্যুইট করেছে, 'রিুঙ্কু সিংহ, কার্লোস ব্র্যাথওয়েট। নামগুলো মনে রাখবেন'।
আরও পড়ুন: ঠিক কী চলছিল তাঁর মনে-মাথায় ? নীতীশের প্রশ্নে মুখ খুললেন নায়ক রিঙ্কু