আমদাবাদ : শেষ পাঁচ বলে জিততে দরকার ছিল ২৮ রান। মাঠে বসা বা টিভি-অনলাইনে কলকাতা নাইট রাইডার্স  (Kolkata Knight Riders) ও গুজরাত টাইটান্স ম্যাচে নজর রাখা কেউই হয়তো ভাবেননি অবিশ্বাস্য শেষের কথা। কিন্তু পাঁচ বলে পরপর পাঁচবার ছক্কা হাঁকিয়ে কার্যত অসাধ্যসাধন করে দেখিয়েছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। কেকেআরের (KKR) ব্যাটার যখন ক্রিজে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন সেই সময়, তাঁর মনে-মাথায় ঠিক কী চলছিল ? 


আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ শেষে নাইট অধিনায়ক নীতীশ রানা সেই প্রশ্নই করেছিলেন তাঁকে। জানতে চেয়েছিলেন, ঠিক কী চলছিল তোমার মাথায়। যে প্রশ্নের উত্তরে রিঙ্কু জানিয়েছেন, 'কিছুটা সংশয় ছিল, কারণ খুব ভাল ব্যাটিং করতে পারছিলাম না। ব্যাটে-বলে মনের মতো সংযোগ হচ্ছিল না। তবে বাড়তি কোনও ভাবনা ছিল না। বল যেভাবে আসছিল, সেটা দেখে-বুঝে শট নিচ্ছিলাম।' গুজরাতের বিরুদ্ধে ম্যাচে নীতীশ রানার ম্যাচ ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন রিঙ্কু সিংহ। সেই ব্যাট তাঁকে উপহার দেওয়ার পাশাপাশি জয়ের আনন্দে সতীর্থের কাছে নীতীশ বলেন, তোমার কোনও উপহার লাগলে বলো, আজ যা চাইবে দিতে রাজি।


নীতীশের যে প্রস্তাবে হেসে ফেলে রিঙ্কু বলেন, 'দাদা তোমার ভালবাসাই শুধু চাই। প্রায় ৫-৬ বছর হয়ে গেল একসঙ্গে খেলছি। শুধু যেভাবে ভালবাসো, সেটুকুই লাগবে।' যে কথা শুনে আবেগপ্রবণ হয়ে রিঙ্কুকে ফের একবার আলিঙ্গনবদ্ধ করে নেন নীতীশ রানা (Nitish Rana)। যার পরই সতীর্থকে নিয়ে নীতীশের মনখোলা প্রশংসা, 'সবাইকে একটা কথা বলতে চাই, রিঙ্কুর মতো ভাল মনের মানুষ খুব কম দেখেছি। আজ যে ইনিংসটা ও খেলেছে, তাতে আমি দারুণ খুশি। জীবনে এরকম অবিশ্বাস্য ইনিংস হয়তো কেউ এক বা দুবারই খেলে থাকে, আমি হয়তো একটাও পারব না। কিন্তু রিঙ্কু যে ইনিংস খেলেছে, তা দুরন্ত।'


কেকেআর শিবিরের বর্তমান অধিনায়ক নীতীশ রানার সঙ্গে রিঙ্কু সিংহের সম্পর্কের রসায়ন, ড্রেসিংরুমে ফিরে দলের সমস্ত সতীর্থদের রিঙ্কুর নামে জয়ধ্বনিতে যেন প্রমাণ মিলছে এই কেকেআর দলকে এক সুতোয় বেঁধে ফেলতে পেরেছেন নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের পাঁচ বলে রিঙ্কু পাঁচটা ছক্কা হাঁকিয়ে যখন কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) জেতালেন তখন সবার আগে ছুটে মাঠে ঢুকে এসেছিলেন অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)।






 


আরও পড়ুন- 'রক্তে বেগুনি' গুজরাত বধের পর গর্জে উঠল কেকেআর ড্রেসিংরুম, রিঙ্কুর নামে জয়ধ্বনি