নয়াদিল্লি: তাঁর দল বর্তমানে আইপিএলের (IPL 2023) লিগ তালিকায় সবার নীচে। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে বারংবার উঠেছে প্রশ্ন। এরই মাঝে নিজেই ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capils অনুশীলনে নেমে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ইতিহাসের পাতা উল্টে মারলেন চোখধাঁধানো স্কোয়ার কাট, তাঁর ট্রেডমার্ক শট স্টেপ আউট করে ছক্কাও হাঁকাতে দেখা যায় সৌরভকে। কে বলবে তিনি অবসর নিয়েছেন দেড় দশকেরও বেশি হয়ে গিয়েছে।


অতীতের স্মৃতিচারণ


শুক্রবার, ৫ মে নয়াদিল্লির শিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ব্যাটিংরত সৌরভকে দেখে ইতিহাসের পাতায় ডুব দিতেই পারেন তাঁর অনুরাগীরা। শেন ওয়াটসনের সঙ্গে সামান্য কথোপকথন, তারপরেই ব্যাট হাতে ক্যাপিটালসের নেটে নেমে পড়েন সৌরভ। তাঁর ব্য়াটের আওয়াজই জানান দিচ্ছিল সময় বদলালেও, এখনও স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে সৌরভের জুড়ি মেলা ভার। এদিন নেটে বেশ খানিকটা সময় ব্যাট করে ঘাম ঝরান সৌরভ। দিল্লির ফ্র্যাঞ্চাইজির তরফেও সোশ্যাল মিডিয়ায় সৌরভের ব্যাটিংয়ের এই ভিডিওটি পোস্ট করে লেখা হয়, 'পুরনো স্মৃতি তাজা হয়ে গেল।' যদিও সৌরভের ব্যাটিংয়ের গোটা ভিডিওটি এখনও পোস্ট করা হয়নি। তবে সেটি দ্রুতই পোস্ট কর হবে বলেও ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়।


 



 


রাহুলের বদলে নায়ার


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। সেই চোটের কারণেই আইপিএল তো বটেইও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন রাহুল। এবার তাঁর বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রাহুলের বদলে আরেক কর্ণাটক ব্যাটার করুণ নায়ারকে (Karun Nair) দলে নিল লখনউ।



নায়ার দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে প্রায় ৫০-র গড়ে ছয় হাজারের আশেপাশে রানও করেছেন তিনি। আইপিএলেও তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯৬ রান। এমনকী আন্তর্জাতিক ক্রিকেটে ট্রিপল হান্ড্রেড করারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। কেএল রাহুলের মতো তারকা ব্যাটারের বদলি হিসাবে নায়ারের অভিজ্ঞতাকেই বেছে নিল লখনউ। নতুন দলের হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নায়ারও।



আরও পড়ুন: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা