কলকাতা: সোমবারের আইপিএলের সেরা পাঁচটি খবর এক নজরে দেখে নেওয়া যাক -


প্লে অফে গুজরাত


একা মহম্মদ শামিতে রক্ষে নেই, দোসর মোহিত শর্মা। গুজরাত টাইটান্সের পেসারদের জোড়া তাণ্ডবে পথ হারাল হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। ব্যাটে-বলে বিক্রম দেখিয়ে ৩৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। একা মহম্মদ শামিতে রক্ষে নেই, দোসর মোহিত শর্মা। গুজরাত টাইটান্সের পেসারদের জোড়া তাণ্ডবে পথ হারাল হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। ব্যাটে-বলে বিক্রম দেখিয়ে ৩৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। 


শুভমনের সেঞ্চুরি


এবারের আইপিএলে প্রথম শতরানের পাশাপাশি চলতি মরসুমে ১৩ ম্যাচে ৫৭৬ রান করে ব্যাটারদের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন শুভমান। আপাতত তাঁর ঝুলিতে ১৩ ম্যাচে ৫৭৬ রান। প্রথমে ২২ বলে অর্ধশতরান ও তারপর রানের ধারা বজায় রেখে ৫৬ বলে শতরান পূর্ণ করেন শুভমন। ১০০০ রানের গণ্ডি টপকানোর পাশাপাশি শতরান পূর্ণ করেন শুভমান। 


ফ্লেমিংয়ের আফসোস


বরুণ চক্রবর্তীকে হাতছাড়া করায় এখন আক্ষেপ সিএসকে শিবিরে। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর বরুণ চক্রবর্তীকে নিয়ে হাহুতাশ করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। আইপিএল নিলামে সিএসকে-র প্রাক্তন নেট বোলার বরুণ চক্রবর্তীকে দলে নেওয়ার সুযোগ নষ্টের জন্য তিনি এখন হাত কামড়াচ্ছেন। তিনি স্বীকার করে নিয়েছেন, ''ওকে কেনার সুযোগ নষ্ট করাটা এখনও আমাদের কষ্ট দেয়।''


ধোনি ভক্ত গাওস্কর


সরাসরি কোথায় না বলেও, আকারে ইঙ্গিতে ধোনি বুঝিয়েছেন যে, এবারের আইপিএলই হয়তো ক্রিকেটার হিসাবে তাঁর শেষ আইপিএল। আর সেটাই যদি বাস্তব হয়, তাহলে রবিবারই ঘরের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন ধোনি। স্বাভাবিকভাবেই মাহিকে নিয়ে আবেগের জোয়ার। যে জোয়ারে গা ভাসালেন কিংবদন্তি সুনীল গাওস্করও। নিজের শার্টে ধোনির অটোগ্রাফ নিয়ে রাখলেন লিটল মাস্টার।


রবিবার তখন কেকেআর বনাম সিএসকে ম্যাচ সবে শেষ হয়েছে। চেন্নাইয়ের সমর্থকদের অভিবাদন কুড়নোর জন্য মাঠ প্রদক্ষিম করছিলেন সিএসকে ক্রিকেটারেরা। ছিলেন ধোনিও। সেখানেই ধোনির দিকে এগিয়ে যান গাওস্কর। যিনি ধারাভাষ্যকার হিসাবে মাঠে ছিলেন। ধোনির কাছে গিয়ে তাঁর শার্টে অটোগ্রাফ দেওয়ার আব্দার করেন। এক কিংবদন্তির অনুরোধ মেটালেন আর এক কিংবদন্তি। ধোনি পেন নিয়ে অটোগ্রাফ দেন গাওস্করের শার্টে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বাইরাল হয়ে যায়। পরে চেন্নাই সুপার কিংসের তরফেও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে ক্যাপশন, 'এই ছবিটা সরাসরি আমাদের হৃদয়ে গেঁথে গিয়েছে'।


প্লে অফের দৌড় থেকে সানরাইজার্স হায়দরাবাদ


 ব্যাটে-বলে বিক্রম। এবারের আইপিএলের (IPL 2023) ১৩ নম্বর ম্যাচে নবম জয়। ঝুলিতে ১৮ পয়েন্ট। প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফে স্থান পাকা করে ফেলল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা ঘরের মাঠে ৩৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। আর যে জয়ের সুবাদে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে হার্দিক পাণ্ড্য-রশিদ খানরা। অন্যদিকে, গুজরাতের কাছে হেরে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পর দ্বিতীয় দল হিসেবে এবারের আইপিএলের প্লে-অফের সমীকরণ থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)।