কলকাতা: আইপিএলে আজ আবারও মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আগে রাসেলের ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তিনি মাঠে নামতে পারবেন কি না, সেই নিয়ে সন্দিহান কেকেআর অনুরাগীরা। আবার দিনের দ্বিতীয় ম্যাচে গত বারের দুই ফাইনালিস্ট গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হবে। এদিকে গত রাতে স্যাম কারান আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফেললেন।
মাঠে নামছে কেকেআর
ম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচকে বরাবর আলাদা গুরুত্ব দিয়ে থাকে নাইট শিবির। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড ভাল নয়। দুই দল মোট ৩১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২২টি ম্যাচ জিতেছে মুম্বই। মাত্র ৯ ম্যাচ জিতেছে কেকেআর। এমনকী মুম্বইয়ের বিরুদ্ধে ৬৭ রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জাও রয়েছে কেকেআরের। একটা সময় মুম্বইয়ের কাছে হারতে হারতে এতটাই বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন শাহরুখ খান যে, দলের ক্রিকেটারদের কাছে রীতিমতো আর্তি জানিয়েছিলেন। বলেছিলেন, এই শহর আমাকে বাদশা বলে ডাকে। এখানে অন্তত একবার জিতে দেখাও।
তবে এ মরসুমে নাইট রাইডার্স এখনও পর্যন্ত নিজেদের খেলায় বেশ নজর কেড়েছে। নাইটদের স্বস্তি দেবে মুম্বইয়ের ফর্মও। প্রথম দুই ম্যাচ হারার পর আগের ম্যাচে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে মুম্বই। অন্যদিকে, কেকেআর ৪ ম্যাচের মধ্যে ২টি জিতেছে। আগের ম্যাচে হারলেও, ২২৯ তাড়া করতে নেমে দুশোর ওপর রান করেছিল। অন্যদিকে, মুম্বইয়ের উদ্বেগ চোট-আঘাত। দলের সেরা বোলার যশপ্রীত বুমরা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। জোফ্রা আর্চার কনুইয়ের সমস্যায় কাবু। তিনি খেলতে না পারলে রাইলি মেরিডিথ সুযোগ পাবেন। পল্টনদের নীতীশ রানারা হারাতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
রাসেল ফিট
রবিবার বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্রিকেটীয় যুদ্ধের পাশাপাশি মাঠের বাইরের তিন দ্বৈরথও অপেক্ষা করে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য।
ঘুরে দাঁড়ানোর লড়াই কারণ, টানা ২ ম্যাচ জেতার পর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছে নাইটদের (KKR)। খানিকটা অপ্রত্যাশিতভাবেই। যে দলের সেরা তারকার নাম কোচ ব্রায়ান লারা, সেই অনভিজ্ঞ হায়দরাবাদই ইডেন গার্ডেন্সে কেকেআরের থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গিয়েছে। সেই ধাক্কা কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ কেকেআরের।
কেকেআরের সবচেয়ে বড় স্বস্তি, আন্দ্রে রাসেলের ফিট হয়ে যাওয়া। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের মাঝখানে চোটের জন্য বেরিয়ে যেতে হয়েছিল। পরে কেকেআর শিবির থেকে বলা হয়, পেশির টান রয়েছে রাসেলের। শনিবার কেকেআর শিবির থেকে জানানো হল, অতিরিক্ত গরমে ডিহাইড্রেশনের জন্য পেশির টান ধরেছিল রাসেলের। তবে ক্যারিবিয়ান তারকা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। মুম্বইয়ে দলের সঙ্গেই রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেনও।
রাহুলের চার হাজার রান
আইপিএলের (IPL) রেকর্ড-খাতায় নাম তুলে ফেললেন কেএল রাহুল (KL Rahul)। ক্রিস গেইলকে (Chris Gayle) টপকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটারদের মধ্যে দ্রুততম ৪ হাজার রানের গণ্ডি টপকে গেলেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন কেএল। ৫৬ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি।
যে ইনিংসে ৩০ রান করার পরই ৪ হাজার রানের গণ্ডি টপকে যান তিনি। এবারের আইপিএলে কেএল রাহুলের এটিই প্রথম অর্ধশতরান। আর যে হাফ সেঞ্চুরির পথে আইপিএলের মঞ্চে তাঁর ১০৫ তম ইনিংসে ৪ হাজার রানের গণ্ডি টপকে গিয়েছেন তিনি। যা এখনও পর্যন্ত দ্রুততম। এর আগে আইপিএলে ১১২ ইনিংসে দ্রুততম ৪ হাজার রান করার নজির ছিল ক্রিস গেইলের দখলে। অধিনায়ক কেএল এদিন টপকে গিয়েছেন ক্যাপ্টেন কোহলিকেও। আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে মাত্র ৪৭ হিসেবে ২ হাজার রানের গণ্ডি টপকেছেন কেএল রাহুল। এতদিন যে কীর্তি ছিল বিরাট কোহলির দখলে।
মুখোমুখি দুই ফাইনালিস্ট
গত বছর রাজস্থান রয়্যালসকে হারিয়ে নিজেদের প্রথম আইপিএল মরসুমেই খেতাল জিতেছিল গুজরাত টাইটান্স। আবারও এই দুই দল আমদাবাদে আজকে দিনের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। গুজরাত আবারও জিতবে, না রাজস্থান গত মরসুমের হারের বদলা নিতে পারবে, এখন সেটাই দেখার বিষয়।
সৌরভের রেকর্ড ভাঙলেন কারান
শিখর ধবনের অনুপস্থিতিতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম কারান। আর অধিনায়ক হিসাবে আইপিএলে নিজের প্রথম ম্যাচেই রেকর্ড গড়ে ফেললেন তিনি। ভাঙলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৫ বছর পুরনো রেকর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায় আরসিবির বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে নিজের আইপিএল অধিনায়কত্বের অভিষেকে ২৮ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছিলেন। কারান ৩১ রানের বিনিময়ে তিন উইকেট নেন।
আরও পড়ুন: দুরন্ত জয়ে এগোল পাঞ্জাব, ব্যাঙ্গালোর, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট টেবিল