নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন রুতুরাজ গায়কোয়াড। ৫০ বলে ৭৯ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। বিশেষ করে চেন্নাই ইনিংসের ১২ তম ওভারে কুলদীপ যাদবকে টানা তিনটি ছক্কা হাঁকান কুলদীপ। যা সোশ্য়াল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। জাতীয় দেল খেলা এক তারকা স্পিনারকে এভাবে গলি ক্রিকেটের পর্যায়ে নামিয়ে এনেছিলেন রুতুরাজ। সোশ্য়াল মিডিয়ায় অনেকেই এই ইস্যুতে বলছেন, ''কুলদীপকে বালক লেগেছে রুতুরাজের সামনে।''


ডেভন কনওয়ের সঙ্গে পার্টনারশিপে ৮৭ বলে ১৪৪ রান বোর্ডে যোগ করেন রুতুরাজ। একটা সময়ে ৩৩ বলে ৩৬ রান ছিল রুতুরাজের স্কোর। সেখান থেকেই দিল্লির ২ স্পিনার অক্ষর পটেল ও কুলদীপ যাদবকে আক্রমণ করার সিদ্ধান্ত নেন ডানহাতি এই সিএসকে ওপেনার।