দুবাই: আজ আইপিএল  নিলাম। ২০২৪ মরসুমের আগে এই নিলাম (IPL 2024 Auction) থেকে মোট ৭৭ জন প্লেয়ারকে বেছে নেবে ১০টি দল। দলগুলোর মধ্যে চেন্নাইয় সুপারকিংসের (Chenai Super Kings) কাছে রয়েছে ৩১.৪ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ২৮.৯৫ কোটি, গুজরাত টাইটান্সের কাছে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা, কেকেআরের হাতে ৩২.৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টসের ১৩.১৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে ১৭.৭৫ কোটি টাকা, পঞ্জাব কিংসের রয়েছে ২৯.১ কোটি টাকা, আরসিবির হাতে রয়েছে ২৩.২৫ কোটি টাকা। এছাড়া রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ১৪.৫ কোটি টাকা ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৩৪ কোটি টাকা।


কবে আইপিএলের নিলাম?


আজ, ১৯ ডিসেম্বর আইপিএল ২০২৪ এর নিলাম পর্ব।


কোথায় হবে নিলাম পর্ব?


এই প্রথম ভারতের বাইরে দুবাইয়ে এই নিলাম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে


কখন শুরু হবে নিলাম?


আইপিএলের নিলাম পর্ব শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ থেকে। 


কোথায় সম্প্রচারিত হবে নিলাম পর্ব?


আইপিএলের নিলাম পর্ব টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়। 


এবারের নিলামে মোট ৩৩৩ জন প্লেয়ার তাঁর নাম দিয়েছেন। সেখান থেকে মোট ৭৭ জন প্লেয়ারকে বেছে নেবে ১০টি দল। 


প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে দু'জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। নেদারল্যান্ডসের জোরে বোলার পল ফান মিকেরেন ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ়ি। যিনি গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে।


আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন। এবার দলের মেন্টর হিসাবে ফিরেছেন অধিনায়ক হিসাবে দলকে দুটি আইপিএল জেতানো গৌতম গম্ভীর। কেকেআরের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৩ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ১২ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬৭ কোটি ৩০ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩২ কোটি ৭০ লক্ষ টাকা।


আইপিএলে অভিষেক বছরেই হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে সাড়া ফেলে দিয়েছিল। গতবার রানার্স। তবে হার্দিক চলে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। গুজরাতের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৭ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে ছ'জন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৮ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬১ কোটি ৮৫ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা। নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে গুজরাতই।