আমদাবাদ: শেষ মুহূর্তে নাটকীয় মোড় গল্পে। গুজরাত টাইটান্স (Gujrat Titans) ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য, গত কয়েকদিন ধরে আইপিএলের সবচেয়ে বড় খবর ছিল এটাই। কিন্তু ২ দিনের মধ্যেই সব হিসেব উল্টে গেল। মুম্বই ইন্ডিয়ান্সে নয়, গুজরাত টাইটান্সেই থাকছেন বঢোদরা অলরাউন্ডার। আজ গুজরাত টাইটান্স তাঁদের যে টিম লিস্ট প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে হার্দিককে দলে ধরে রেখেছে গুজরাত শিবির। আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ এখনও খোলা। ১২ ডিসেম্বর পর্যন্ত তা খোলা থাকবে। সেক্ষেত্রে হার্দিককে পরে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিতেও পারে। তবে রোহিতের দলকে সমমানের কোনও প্লেয়াররকে ছেড়ে দিতে হবে।


গতকাল পর্যন্ত, ক্রিকেটমহলে খবর, ১৫ কোটি টাকায় (হার্দিক পাণ্ড্যর আইপিএলের বেতন) মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন গুজরাত টাইটান্সকে আইপিএলের অভিযান শুরুর মরশুমে খেতাব জেতানো অধিনায়ক। সঙ্গে মুম্বই গুজরাতকে দেবে ট্রান্সফার ফি। সেটা ঠিক কত, তা অবশ্য সামনে আসেনি।


২০২২ সালের আইপিএল (IPL) ফাইনালে প্রথমবার খেলতে নেমেই খেতাব জিতেছিল গুজরাত টাইটান্স। যেবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন হার্দিক। গত মরশুমেও ফাইনালে উঠেছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে খেতাবি লড়াই হারতে হয়েছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজিকে। তবে দুই মরশুমেই হার্দিকের ক্রিকেটীয় পারফরম্যান্স ও অধিনায়কত্ব তারিফ কুড়িয়ে নিয়েছিল। 


২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল অভিষেক হয়েছিল হার্দিক পাণ্ড্যর। ১০ লাখে মুম্বই শিবিরে যোগ দেওয়া সেই ক্রিকেটাররই ক্রমে হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁদের দলের চারবারের খেতাবজয়ী দলের সদস্য ছিলেন তিনি। হার্দিক পাণ্ড্য চারবারের খেতাব জয়েই রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁকে দলে পাওয়ার সুযোগ তৈরি হওয়ার পরই তাই কার্যত ঝাঁপিয়ে পড়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।


উল্লেখ্য, হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরবেন কি না, এই প্রশ্ন যখন জোরাল, তখনই শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। যেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের মাঝে টিম বন্ডিংয়ের কথা বলছেন শুভমন গিল। দল হিসেবে ভাল খেলতে পারলে ব্যক্তিগত খারাপ সময় কাটিয়ে ওঠা যায় বলেও যে ভিডিওতে বলতে শোনা গিয়েছে শুভমনকে। ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিংগকে দু'বছর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে তুলে নিয়ে গিয়েছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারেই চ্যাম্পিয়ন ও গতবার গুজরাতের ফাইনাল খেলার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের ব্যাটার।