আমদাবাদ: তাঁকে অনেকে ভারতীয় ক্রিকেটের *(Indian Cricket Team) পরবর্তী মহাতারকা হিসাবে চিহ্নিত করছেন। এবার বিরাট দায়িত্ব পেলেন শুভমন গিল (Shubman Gill)।


আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক করা হল গিলকে। হার্দিক পাণ্ড্যর পরিবর্ত হিসাবে তাঁর হাতেই তুলে দেওয়া হল নেতৃত্বের গুরুদায়িত্ব।


মঙ্গলবারই হার্দিক পাণ্ড্যকে ট্রেডিং মারফত তুলে দেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। তারপর থেকেই জল্পনা চলছিল, কে হতে পারেন গুজরাতের নতুন অধিনায়ক। দৌড়ে এগিয়ে ছিলেন শুভমনই।


শেষ পর্যন্ত সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সিনিয়র ক্রিকেটে এটাই শুভমনের অধিনায়ক হিসাবে প্রথম সফর। তিনি বলেছেন, 'গুজরাত টাইটান্সের নেতৃত্ব পেয়ে আমি আপ্লুত ও গর্বিত। আমার হাতে যে একটা দারুণ দলের দায়িত্ব তুলে দিয়েছে এবং আস্থা রেখেছে, তাতে আমি কৃতজ্ঞ। আমাদের দুটো মরশুম দারুণ কেটেছে। রোমাঞ্চকর ক্রিকেট খেলে এই দলকে নেতৃত্ব দিতে আমি তৈরি।'


জোর হাওয়া ছিলই যে, পরের আইপিএলে (IPL) ফের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরতে চলেছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। জল্পনা চলছিল এটা নিয়েও যে, কেন সফল অধিনায়ককে ছেড়ে দিচ্ছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। নেতৃত্বের দায়িত্ব নিয়েই যিনি গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন। ফ্র্যাঞ্চাইজি দলের প্রথম আইপিএলেই। গতবারও ফাইনালে তোলেন হার্দিক। অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়। যে সাফল্য কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিরও (MS Dhoni) নেই। ধোনিকেও প্রথম আইপিএল ট্রফির জন্য প্রায় তিন মরশুম অপেক্ষা করতে হয়েছিল।


কিন্তু চমক দেয় গুজরাত টাইটান্স। রবিবার বিকেলের দিকে রিটেনারদের যে তালিকা তারা প্রকাশ করে, সেখানে জ্বলজ্বল করছিল হার্দিকের নাম! তাহলে কি সব জল্পনার অবসান? গুজরাতেই থাকছেন বঢোদরার অলরাউন্ডার?


ক্রিকেটপ্রেমীরা সন্ধ্যার আগে আঁচও পাননি যে, কীরকম নাটকীয় পট পরিবর্তন অপেক্ষা করে রয়েছে। সন্ধ্যার দিকেই জানা যায় যে, হার্দিককে ট্রেডিং উইন্ডো মারফত মুম্বই ইন্ডিয়ান্সকেই দিচ্ছে গুজরাত টাইটান্স।


শোনা যাচ্ছে, মাস তিনেক আগে, গত অগাস্টে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে কথা হয়ে গিয়েছিল হার্দিকের। গুজরাত টাইটান্সের সঙ্গেও আলোচনা সারাই ছিল। গুজরাতের তাঁকে রিটেন করা আর তারপরই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ট্রেডিং কার্যত নিয়মরক্ষার ছিল বলে দাবি কোনও কোনও মহলের।


গুজরাতের অধিনায়ক হিসাবে ঈর্ষণীয় রেকর্ড হার্দিকের। অধিনায়ক হিসাবে হার্দিকের জয়ের হার ৭০.৯৬ শতাংশ। ৩১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। তার মধ্যে ২২টি ম্যাচে জিতেছে গুজরাত। এবার পরীক্ষা শুভমনের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আপনার প্রিয় ক্রিকেটারকে কি ছেড়ে দিল, না ধরে রাখল তাঁর ফ্রাঞ্চাইজি ? দেখুন পূর্ণাঙ্গ তালিকা