প্রকাশ সিনহা, কলকাতা : আদালতের নির্দেশ মেনে, কালীঘাটের কাকু ( Kalighater Kaku ) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর ( Sujay Krishna Bhadra ) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ED। সূত্রের খবর, সুজয়কৃষ্ণর এবার মানসিক সমস্যা দেখা দিয়েছে বলে রিপোর্ট দিয়েছে SSKM হাসপাতাল। খবর সূত্রের।
নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে ESI হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দেয় ED-র বিশেষ আদালত। শুক্রবার, আদালতে ED অভিযোগ করে, সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে টালবাহানা করছে SSKM। সেই প্রেক্ষিতেই এবার এই নির্দেশ দেয় আদালত। ইডি সূত্রে খবর, এরপরই, কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ESI হাসপাতাল SSKM এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে চিঠি দিয়েছে তারা। বলা হয়েছে, যত দ্রুত সম্ভব আদালতের নির্দেশ মেনে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। এবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা প্রসঙ্গে নতুন তত্ত্ব খাড়া করছে এসএসকেএম।
সুজয়কৃষ্ণর মানসিক সমস্যার কথা বলে তদন্ত এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেই মনে করছে কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে SSKM হাসপাতালে গিয়ে বারবার টালবাহানার মুখে পড়েন ED-র অফিসাররা।
আরও পড়ুন :
কলকাতায় কখন মঞ্চে উঠবেন শাহ? ভোটকে পাখির চোখ করে কখন কী কর্মসূচি?
সম্প্রতি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেয় ED-র বিশেষ আদালত। সুজয়কৃষ্ণকে কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় SSKM হাসপাতালকে। এর প্রেক্ষিতে চলতি সপ্তাহেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য় তৎপর হয় ED। কেন্দ্রীয় এজেন্সির তরফে চিঠি দেওয়া হয় কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ESI হাসপাতাল, SSKM এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে।
৯৭ দিন ধরে এসএসকেএম মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু! সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে টালবাহানা করছে SSKM, ইচ্ছাকৃতভাবে দেরি করানোরও অভিযোগ তোলে কেন্দ্রীয় এজেন্সি। SSKM-এর মেডিক্যাল বোর্ডের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে ESI হাসপাতালের ডিনকে কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট এবং ENT বিশেষজ্ঞকে নিয়ে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দেয় বিশেষ আদালত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।