মুম্বই: হইচই পড়ে গিয়েছে একটি খবরে। আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরতে পারেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। যাঁকে ২ বছর আগে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবং সেই বিচ্ছেদ যে খুব ভালভাবে হয়েছিল, তেমনও নয় বলেই খবর ভারতীয় ক্রিকেটমহলে। বরং শোনা যায়, নীতা অম্বানির দল তাঁকে না রাখায় ঘনিষ্ঠমহলে বেশ হতাশাই ব্যক্ত করেছিলেন হার্দিক। এরপরই হার্দিকের হাতে গুজরাত টাইটান্সের নেতৃত্বভার ওঠা। এবং অধিনায়ক হিসাবে প্রথম আইপিএলেই দলকে চ্যাম্পিয়ন করে চমক দেন হার্দিক।


তিনি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলে কি অধিনায়ক হবেন? রোহিত শর্মার (Rohit Sharma) তাহলে কী হবে? টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়ে এমনিতেই জল্পনা চলছে। এই পরিস্থিতিতে কি আইপিএলে অধিনায়ক থেকে যাবেন হিটম্যান? নাকি নেতৃত্বের ব্যাটন উঠবে হার্দিকের হাতে? অনেকে যাঁকে রোহিতের পরিবর্ত হিসাবে ভারতের টি-টোয়েন্টি দলেরও ভবিষ্যৎ অধিনায়ক হিসাবে চিহ্নিত করছেন। কোনও কোনও মহল থেকে তো এমনও ভাসিয়ে দেওয়া হচ্ছে যে, দল পরিবর্তনের কথা ভাবতে পারেন রোহিতও। 


তবে সূত্রের খবর, মুম্বই ইন্ডিয়ান্সেই থাকছেন রোহিত। অধিনায়ক হিসাবে যিনি মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ-পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন। তবে তিনি অধিনায়ক থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত খেলবেন কি না, খেললেও অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। রোহিত যদি আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি না খেলেন, সেক্ষেত্রে আইপিএলেও নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে মনে করছে কোনও কোনও মহল। সেক্ষেত্রে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিশেষ করে অধিনায়ক হিসাবে আইপিএলে সাফল্য পাওয়ার পর হার্দিক সাধারণ ক্রিকেটার হিসাবে আর মুম্বই ইন্ডিয়ান্সে ফিরবেন কি না, তা নিয়েও রয়েছে জল্পনা।


ক্রিকেটমহলে খবর, ১৫ কোটি টাকায় (হার্দিক পাণ্ড্যর আইপিএলের বেতন) মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন গুজরাত টাইটান্সকে আইপিএলের অভিযান শুরুর মরশুমে খেতাব জেতানো অধিনায়ক। সঙ্গে মুম্বই গুজরাতকে দেবে ট্রান্সফার ফি। সেটা ঠিক কত, তা অবশ্য সামনে আসেনি।


২০২২ সালের আইপিএল (IPL) ফাইনালে প্রথমবার খেলতে নেমেই খেতাব জিতেছিল গুজরাত টাইটান্স। যেবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন হার্দিক। গত মরশুমেও ফাইনালে উঠেছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে খেতাবি লড়াই হারতে হয়েছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজিকে। তবে দুই মরশুমেই হার্দিকের ক্রিকেটীয় পারফরম্যান্স ও অধিনায়কত্ব তারিফ কুড়িয়ে নিয়েছিল। 


২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল অভিষেক হয়েছিল হার্দিক পাণ্ড্যর। ১০ লাখে মুম্বই শিবিরে যোগ দেওয়া সেই ক্রিকেটাররই ক্রমে হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁদের দলের চারবারের খেতাবজয়ী দলের সদস্য ছিলেন তিনি। হার্দিক পাণ্ড্য চারবারের খেতাব জয়েই রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁকে দলে পাওয়ার সুযোগ তৈরি হওয়ার পরই তাই কার্যত ঝাঁপিয়ে পড়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।