নয়াদিল্লি: আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে ২০১৯-র আইপিএলে প্লেয়ারদের নিলাম হবে। সেই নিলামের আগে অনুরাগীরা আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে যুবরাজ সিংহকে চাইলেন।
আসলে কোন প্লেয়ারকে সমর্থকরা দলে দেখতে চান, এই প্রশ্ন ট্যুইটারে রেখেছিল চেন্নাই সুপার কিংস।



সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নের উত্তরে দলের বহু সমর্থক যুবরাজের নাম উল্লেখ করেছেন।











উল্লেখ্য, এবার নিলামে উঠছেন যুবরাজও। তাঁর বেস প্রাইস ১ কোটি টাকা। যুবরাজ ছাড়াও ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি ও অক্ষপ পটেলদেরও বেস প্রাইস একই।