মুম্বই: প্রথম শ্রেণির ক্রিকেটে এবারই অভিষেক হয়েছে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের। ফলে তিনি আইপিএল-এর নিলামে থাকার যোগ্যতা অর্জন করেন। গতকাল নিলামে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর দর ২০ লক্ষ টাকা।
এই তরুণ ক্রিকেটারের বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘আমরা দক্ষতার ভিত্তিতেই অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছি। ও সচিন তেন্ডুলকরের ছেলে, এই তকমা রয়েছে। তবে সৌভাগ্যবশত, ও একজন বোলার, ব্যাটসম্যান নয়। তাই আমার মনে হয়, ও অর্জুনের মতো বল করতে পারলে গর্বিত হবে। অর্জুন অনেককিছু শিখতে পারবে। ও সবে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেছে। এবার ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলবে। ওর বয়স কম, পরিণত হবে। ওকে সময় দিতে হবে। ওকে চাপে ফেলে দিলে হবে না। ওকে আমরা সাহায্য করব।’
গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল-এর সময় মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে ছিলেন অর্জুন। এবার তিনি মূল দলে সুযোগ পেলেন। গতকাল নিলামে তিনিই শেষ ক্রিকেটার হিসেবে কোনও দলে সুযোগ পান।
সচিনের সতীর্থ ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস জাহির খান। এবার তিনি সচিনের ছেলের সঙ্গেও কাজ করবেন। এ বিষয়ে এই প্রাক্তন বাঁ হাতি পেসার বলেছেন, ‘আমি ওর সঙ্গে নেটে অনেকটা সময় কাটিয়েছি। ওকে বোলিংয়ের কিছু বিশেষ কৌশল শেখানোর চেষ্টা করেছি। ও পরিশ্রম করে, শিখতে চায়। সচিন তেন্ডুলকরের ছেলে হওয়ায় ওর উপর সবসময় অতিরিক্ত চাপ থাকবে। ওকে এটা নিয়েই চলা শিখতে হবে। দলের পরিবেশ ওকে সাহায্য করবে। এর ফলে ও ভাল ক্রিকেটার হয়ে উঠবে। কোনও তরুণ ক্রিকেটার যদি আইপিএল-এর নিলামে কোনও দলে সুযোগ পায় এবং সবাই তাকে নিয়ে আলোচনা করে, তাহলে সেই ক্রিকেটারকে নিজেকে প্রমাণ করতে হয় এবং দেখিয়ে দিতে হয় যে সে ভাল ক্রিকেটার।’
গতকালের নিলামে নাথান কুল্টার-নাইল, জিমি নিশম, যুধবীর চড়ক, মার্কো জ্যানসেন, পীযূষ চাওলাকেও নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এ বিষয়ে জাহির বলেছেন, ‘জিমি নিশমের মধ্যে ভাল অলরাউন্ডার হয়ে ওঠার ক্ষমতা আছে। নিলামে সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঠিক সময়ে ওর জন্য ঝাঁপাতে পেরেছি।’